চার কর্মদিবসে চারবার দর হারানোর পর যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের বিপরীতে মান বাড়ল টাকার। একটানা কমার পর বুধবার হঠাৎ করে টাকার মান বাড়ল ৫০ পয়সা।
বাংলাদেশ ব্যাংক বুধবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার বিক্রি করেছে ৯১ টাকা ৫০ পয়সা। এক দিন আগে মঙ্গলবার ডলার বিক্রি হয় ৯২ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচারক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডলারের রেট বুধবার একটু কমে গেছে। বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকের কাছে ৯১ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রি করেছে।’
চলতি বছর মুদ্রাবাজারের অস্থিরতা সামাল দিতেই ডলারের বিপরীতে টাকার মান দফায় দফায় কমায় কেন্দ্রীয় ব্যাংক।
সব মিলিয়ে চলতি অর্থবছর ডলারের বিপরীতে টাকার মান কমে ৭ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৪৯ শতাংশ।
আন্তব্যাংক বিনিময়ের ক্ষেত্রে যে দর বেঁধে দেয়া হয়েছে, খোলা বাজারে দাম তার চেয়ে বেশি। যা কোনো কোনো ক্ষেত্রে সাধারণ মানুষকে খোলা বাজার থেকে মুদ্রাটি কিনতে হচ্ছে ১০০ টাকা বা তার চেয়ে বেশিতে।
সোমবার দুপুরে টাকার মান ১ টাকা ৬০ পয়সা কমিয়ে ডলারের দর ৯১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। পরে বাজারে ডলারের ব্যাপক চাহিদা থাকায় আরও ৪৫ পয়সা কমিয়ে ৯১ টাকা ৯৫ পয়সা দরে ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার সেখান থেকে আরও ৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।