এই বুথে হজযাত্রীদের ডলার ও সৌদি রিয়াল এনডর্সমেন্ট ও বিনিময় সেবা এবং হজ পালনের গাইড বই প্রদান করা হচ্ছে।
ইসলামী ব্যাংক হজযাত্রীদের সেবায় ঢাকার আশকোনায় হজ ক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল মওলা শুক্রবার এই বুথের উদ্বোধন করেন বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান, সিনিয়র এক্সিকিউটিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকসুদুর রহমান, একিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ভুঁইয়া ও ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
হজ বুথে হজযাত্রীদের ডলার ও সৌদি রিয়াল এনডর্সমেন্ট ও বিনিময় সেবা, এটিএম ও তথ্য সেবা এবং হজ পালনের গাইড বই প্রদান করা হচ্ছে।