সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) সিলেট অঞ্চলের শাখা ও উপশাখাগুলোর সব কর্মকর্তার অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল ব্র্যাক লার্নিং সেন্টারে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
রোববার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া। আরও উপস্থিত ছিলেন ট্রেড ফ্যাইন্যান্স বিভাগের প্রধান আবু রুশ্দ ইফতেখারুল হক, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান।
সম্মেলনে ড. মো. মাহবুব উল আলম তার বক্তব্যে ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংকিং দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।
জাফর আলম চলমান রেমিট্যান্স ও আমানত সংগ্রহ ক্যাম্পেইন সফল করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর গুরুত্ব দেন।