সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন কয়েকটি উপশাখা ও এটিএম বুথ চালু হয়েছে।
রাজধানী ঢাকার ইস্টার্ন হাউজিং মিরপুর, গোপালগঞ্জ, রাজশাহীর তানোর এবং চট্টগ্রামের হাটহাজারীর ইছাপুরে এসব উপশাখা চালু করা হয়েছে। সে সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় নতুন আটটি এটিএম বুথও চালু হয়েছে।
সোমবার প্রধান কার্যালয় হতে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, আইসিটি বিভাগের প্রধান সুলতান বাদশা, মার্কেটিং অ্যান্ড ব্রান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং বিভাগের প্রধান সাইফ আল-আমীন।