বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুজব প্রতিরোধে ফেসবুক পেজ খুলতে যাচ্ছে বিএসইসি

  •    
  • ২৫ মে, ২০২২ ১৬:৩৪

বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন গুজব ছড়ানো হয়ে থাকে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদেরকে সঠিক তথ্য দিতে অফিসিয়াল ফেসবুক পেজ ও লিংকডইন আইডি খোলার উদ্যোগ নেয়া হয়েছে।’

পুঁজিবাজার নিয়ে সিদ্ধান্ত ও বক্তব্য জানতে ফেসবুকে পেজ ও ও লিংকডইন আইডি খোলার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থাটির নাম ব্যবহার করে গুজব ছড়িয়ে প্রতারণা রোধে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

এই উদ্যোগের উদ্দেশ্য বিনিয়োগকারীরা সঠিক তথ্য প্রদান এবং ভুয়া ফেসবুক পেজে ছড়ানো গুজব সম্পর্কে নিজেদের অবস্থানের জানান দেয়া।

এর পাশাপাশি বিএসইসির নাম ব্যবহার করে যেসব ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেগুলো বন্ধেরও উদ্যোগ নেয়া হবে।

বিএসইসির নাম, লোগো ব্যবহার করে ফেসবুক পেজ বা অন্য কোনো সামাজিক মাধ্যমে পেজ খোলা অবৈধ। এ কারণে কমিশনের নাম ও লোগো ব্যবহার করে যেসব ফেসবুক, লিংকডইন, টুইটার সচল রয়েছে, সেগুলো অচিরে বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ারবাজার নিয়ে বেআইনিভাবে কমিশনের নাম ও লোগো ব্যবহার করে আসছিল এমন দুটি পেজ এর মধ্যে রয়েছে- https://www.facebook.com/bsecbangladesh ও https://www.facebook.com/SECBD/

বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন গুজব ছড়ানো হয়ে থাকে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদেরকে সঠিক তথ্য দিতে অফিসিয়াল ফেসবুক পেজ ও লিংকডইন আইডি খোলার উদ্যোগ নেয়া হয়েছে।’

পুঁজিবাজারে দরপতন ও বিভিন্ন কোম্পানির শেয়ারদরে অস্বাভাবিক উত্থানের ক্ষেত্রে প্রায়ই গুজবের বিষয়টি সামনে আসে। এসব ঘটনায় বিএসইসি আইনি পদক্ষেপও নিচ্ছে।

বাজারে আরও দরপতন হবে এবং কত পর্যন্ত সূচক কমবে- এমন স্ট্যাটাস দেয়ার ঘটনায় মাহবুবুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের প্রভাবিত করার কাজে ব্যবহৃত বিভিন্ন ফেসবুক পেজ বন্ধ করে দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর