টানা পড়তে থাকা পুঁজিবাজারে অবশেষে উত্থান হলো। আগের দিন পতনের সেঞ্চুরির পর এবার উত্থানের সেঞ্চুরি দেখল বিনিয়োগকারীরা।
গত সপ্তাহ থেকে এক দিনে তিন শ বা তার চেয়ে বেশি সংখ্যক শেয়ারের দরপতনের যে চিত্র দেখা গিয়েছিল, এবার দেখা গেল উল্টো চিত্র। বেড়েছে প্রায় সাড়ে তিন শ কোম্পানির দর।
তবে এই উত্থানেও বিনিয়োগকারীরা যে পুরোপুরি সক্রিয় হননি, সেটি স্পষ্ট লেনদেনে। আগের দিনে ধসে যত টাকার শেয়ার হাতবদল হয়েছিল, এবার উত্থানেও হয়নি ততটা।
রোববার ১১৫ পয়েন্ট সূচকের পতনের দিন লেনদেন ছিল ৬৮২ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা। পরদিন ১১৮ পয়েন্ট সূচক বাড়ার দিন হাতবদল হলো ৬৫৮ কোটি ৯৩ লাখ ৬৯ হাজার টাকার।
সোমবার ধস থেকে পুঁজিবাজারের এই ঘুরে দাঁড়ানোর পেছনে নিশ্চিতভাবেই কাজ করেছে পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের ভূমিকা।
ঈদের অবসর শেষে আট কর্মদিবসে ৫৫৫ পয়েন্ট দরপতনের পর রোববার মন্ত্রী পুঁজিবাজার ইস্যুতে বসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থসচিব আব্দুর রউফ তালুকদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে।
এই বৈঠকে মন্ত্রী পুঁজিবাজার নিয়ে বেশ কিছু নির্দেশনা দেন যা বাজারে তারল্য প্রবাহ বাড়াতে ভূমিকা রাখতে পারে। আর যেহেতু এই বাজারে আস্থার সংকটটাই প্রধান সমস্যা, সেখানে দরপতন ঠেকাতে সরকারের এই ভূমিকা বিনিয়োগকারীদের মনের শঙ্কা দূর করেছে অনেকটাই।
বৈঠকে বাজার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বেশ কিছু দিকনির্দেশনা দেন মন্ত্রী। তিনি পরিষ্কার করে বলেন, করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এ অবস্থায় পুঁজিবাজারের খারাপ অবস্থা কোনোভাবেই মেনে নেয়া যায় না। যে করেই হোক বাজারকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। একটি সুন্দর স্থিতিশীল বাজারে পরিণত করতে হবে।
আর এ জন্য বৈঠকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংককে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী।
পুঁজিবাজারে বহু দিন পর এমন ঝলমলে দিন দেখা গেছে
এই পরিস্থিতিতে বৈঠকে পুঁজিবাজারে সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে বাজারে সব ধরনের সহায়তা দেয়ার নির্দেশও দেয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে ব্যাংকগুলো আইসিবির মাধ্যমে পুঁজিবাজারে যে বিনিয়োগ করবে, সেটাকে ব্যাংকগুলোর বিনিয়োগসীমার (এক্সপোজার লিমিট) বাইরে রাখা হবে।
এ ছাড়া ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আইসিবিকে দেয়া ১৫৩ কোটি টাকার যে তহবিলের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, সেটির মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী। তহবিলের আকারও বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হবে।
এর আগে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি মার্জিন ঋণের অনুপাত বাড়িয়ে ১:১ করে। অর্থাৎ কারও ১০০ টাকা বিনিয়োগ থাকলে তিনি আরও ১০০ টাকা ঋণ নিতে পারবেন, যা আজ থেকে কার্যকর হয়েছে। এর ফলে শেয়ারের দর পড়ে যাওয়ার কারণে যেসব বিও হিসাব ফোর্স সেলের আওতায় চলে এসেছিল, সেগুলো অনেকটাই নির্ভার থাকতে পারবে। পাশাপাশি বাজারে নতুন তারল্য ঢুকবে।
এসব ঘটনায় রোববার লেনদেন শুরুর আট মিনিটেই সূচক বেড়ে যায় ১৩৬ পয়েন্ট। শেষ পর্যন্ত এত বেশি সূচক বাড়তে পারেনি।
দিন শেষে সূচক বেড়েছে ১১৮ পয়েন্ট। বেড়েছে ৩৪৩টি কোম্পানির শেয়ারদর। বিপরীতে কমেছে ১৯টির দর। আর ১৪টির দর ছিল অপরিবর্তিত।
আট কর্মদিবসে ৫৫৫ পয়েন্ট দরপতনের পর রোববার পুঁজিবাজার ইস্যুতে বসেন অর্থমন্ত্রী। বৈঠকে তিনি পুঁজিবাজার নিয়ে বেশ কিছু নির্দেশনা দেন যা বাজারে তারল্য প্রবাহ বাড়াতে ভূমিকা রাখতে পারে। আর যেহেতু এই বাজারে আস্থার সংকটটাই প্রধান সমস্যা, সেখানে দরপতন ঠেকাতে সরকারের এই ভূমিকা বিনিয়োগকারীদের মনের শঙ্কা দূর করেছে অনেকটাই।
সব খাতেই উত্থান
আগের দিন ৯টি খাতে সব কোম্পানির শেয়ারের দর কমেছিল। পুরোপুরি বিপরীত চিত্র দেখা গেছে এক দিন পরেই। মোট ২২টি খাতের মধ্যে ৯টি খাতের শেয়ারের শতভাগের দর বেড়েছে। আরও দুটি খাতে কোনো কোম্পানির দাম কমেনি।
শতভাগ শেয়ারের দর বেড়েছে প্রকৌশল, সিরামিক, তথ্য প্রযুক্তি, সেবা ও আবাসন, সিমেন্ট, ভ্রমণ ও অবকাশ, টেলি যোগাযোগ, কাগজ ও প্রকাশনা এবং পাট খাতে।
এর বাইরে বস্ত্র খাতে ৫৯টির মধ্যে ৫৮টির দর বেড়েছে, বাকি একটির দর ছিল অপরিবর্তিত। মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩৫টির মধ্যে দর বেড়েছে ৩২টির, অপরিবর্তিত ছিল বাকি তিনটির।
এর বাইরে সাধারণ বিমা খাতে বেড়েছে ৩৭টির দর, কমেছে দুটির, জীবন বিমা খাতে বেড়েছে ১১টির দর, কমেছে দুটির, ওষুধ ও রসায়ন খাতে ২৮টির বিপরীতে দর কমেছে চারটির, অপরিবর্তিত ছিল বাকি একটির, ব্যাংক খাতে দর বেড়েছে ২১টির, কমেছে ৪টির, অপরিবর্তিত ছিল বাকি ৭টির, আর্থিক খাতে বেড়েছে ১৮টির দর, কমেছে দুটির, অপরিবর্তিত ছিল একটির, খাদ্য ও আনুষঙ্গিক খাতে বেড়েছে ১৯টির দর, কমেছে দুটির, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২৩টির মধ্যে বেড়েছে ২২টির, কমেছে বাকি একটির, চামড়া খাতে বেড়েছে চারটির দর, কমেছে একটির এবং বিবিধ খাতে বেড়েছে ১৩টির দর, কমেছে একটির।
ছয় কোম্পানি দিনের সর্বোচ্চ দরে
এক দিনে দর বৃদ্ধির সর্বোচ্চ সীমা ছুঁয়েছে ছয়টি কোম্পানি, যে বিষয়টি বেশ কিছুদিন পরে দেখা গেল।
কোম্পানিগুলো হলো প্যারামাউন্ট টেক্সটাইল, এস আলম কোল্ডরোল স্টিল, মাইডাস ফাইন্যান্স, ন্যাশনাল ফিড মিল, ভিএসএফ থ্রেড এবং অ্যাপোলো ইস্পাত।
এর বাইরে ৮ শতাংশের বেশি বেড়েছে আরও ৬টির, ৭ শতাংশের বাইরেও বেড়েছে ৬টির দর। ২০টির দর বেড়েছে ৬ শতাংশের বেশি, ৩৩টির দর বেড়েছে ৫ শতাংশের বেশি, ৬১টির দর বেড়েছে ৪ শতাংশের বেশি, ৩ শতাংশের বেশি বেড়েছে ৭০টি কোম্পানির দর।
উত্থানের এই দিনেও খাদ্য খাতের কোম্পানি বঙ্গজ দিনের দর পতনের সর্বোচ্চ সীমায় নেমে হাতবদল হয়েছে। কোম্পানিটির দর কমেছে ৪.৭৯ শতাংশ।
গত কয়েক মাসে অস্বাভাবিক হারে উত্থান হওয়া আরডি ফুডের দর আবারও কমেছে অনেকটাই। ৪.২১ শতাংশ দর হারিয়েছে কোম্পানিটি।
এর বাইরে ৩ শতাংশের বেশি আরও দুটির, দুই শতাংশের বেশি একটির, এক শতাংশের বেশি ৫টির এবং দর হারিয়েছে বাকি কোম্পানিগুলোর দর কমেছে নগণ্য পরিমাণে।