নানা কর্মসূচি আর জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন হলো পদ্মা ব্যাংক ফ্যামিলি ডে-২০২২। গাজীপুরের একটি রিসোর্টে শনিবার দিনব্যাপী এই আয়োজনে প্রতিষ্ঠানটির প্রায় এক হাজার কর্মী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নিয়েছেন।
পদ্মা ব্যাংক ফ্যামিলি ডে-তে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং মিসেস নাসরিন রিয়াজ খান।
আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল মিস্ট্রি বক্স উন্মোচন। এতে অংশ নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালকসহ সব কর্মকর্তা ও কর্মচারীরা।
এ ছাড়া বিভিন্ন ধরনের খেলা, আকর্ষণীয় র্যাফেল ড্র ও সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর একটি দিন পার করে পদ্মা ব্যাংক পরিবার।
তারেক রিয়াজ খান ও মিসেস নাসরিন রিয়াজ খান বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে উপহার তুলে দেন।
একই সঙ্গে প্রতি বছর এমন জমজমাট আয়োজনের ঘোষণা দেন ব্যবস্থাপনা পরিচালক।
এ সময় উপব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী, মানবসম্পদ বিভাগের প্রধান এম আহসান উল্ল্যাহ খান এবং ফ্যামিলি ডের চেয়ারম্যান এসইভিপি ও হেড অফ ব্রাঞ্চ সাব্বির মোহাম্মদ সায়েম উপস্থিত ছিলেন।