বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিআইসিএমের রিসার্চ সেমিনার- ১২ অনুষ্ঠিত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ মে, ২০২২ ২৩:০১

মূল প্রবন্ধে ড. মো. শহীদুল ইসলাম বলেন, ‘দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ফলে বিনিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানে কার্বন নিঃসরণ কমবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা উচ্চতর শেয়ারমূল্যের মাধ্যমে উপকার পাবেন।’

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-১২ অনুষ্ঠিত হয়েছে।

বিআইসিএমের মাল্টিপারপাস হলে মঙ্গলবার এই সেমিনার হয়।

সেমিনারে মূল প্রবন্ধ তুলে ধরেন ইউনিভার্সিটি অফ সাফোক-এর প্রভাষক ড. মো. শহীদুল ইসলাম।

ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক (সিলেকশন গ্রেড) ড. প্রশান্ত কুমার ব্যানার্জী এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেসের সহযোগী অধ্যাপক ড. মো. নুরুল কবির।

সেমিনারটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের পরিচালক (স্টাডিজ) ওয়াজিদ হাসান শাহ্।

মূল প্রবন্ধে ড. মো. শহীদুল ইসলাম বলেন, ‘দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ফলে বিনিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানে কার্বন নিঃসরণ কমবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা উচ্চতর শেয়ারমূল্যের মাধ্যমে উপকার পাবেন।

‘এনার্জির ব্যবহার ও ভোগ কমানোর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করছেন। মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ফলে বিনিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানে কার্বন নিঃসরণ কমে কিনা তা অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের তথ্য উপাত্তের উপর এ গবেষণা পরিচালনা করা হয়।’

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।’

এসময় তিনি গ্লাসগোতে অনুষ্ঠিত কোপ-২৬ এ বাংলাদেশের উপস্থাপিত ক্লাইমেট ফাইন্যান্সের রোডম্যাপের উপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরো খবর