বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পোশাক শিল্পের দ্যুতি বিশ্বকে দেখাতে ঢাকায় বিশাল আয়োজন

  •    
  • ১৪ মে, ২০২২ ১৮:১৩

নভেম্বরে ঢাকায় আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশনের পাশাপাশি সপ্তাহব্যাপী আয়োজনে থাকবে তৃতীয় ঢাকা অ্যাপারেল সামিট, পোশাক প্রদর্শনী, ডেনিম এক্সপো, সাসটেইনেবল ফ্যাশন অ্যাওয়ার্ড ও ফ্যাশন ফট্রোগ্রাফি অ্যাওয়ার্ডের মতো পুরস্কার অনুষ্ঠান, ফ্যাশন ও সাংস্কৃতিক উৎসব।

তৈরি পোশাক রপ্তানিতে চমক দেখিয়ে চলছে বাংলাদেশ। প্রতি মাসেই বাড়ছে রপ্তানি। এই রপ্তানি আরও বাড়াতে দেশের পোশাক শিল্পকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে নভেম্বরে ঢাকায় হচ্ছে সপ্তাহব্যাপী বড় আয়োজন।

‘মেইড ইন বাংলাদেশ উইক ২০২২’ নামের এই আয়োজন শুরু হবে ১২ নভেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।

ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশনের (আইএএফ) উদ্যোগে ৩৭তম আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশনের পাশাপাশি সপ্তাহব্যাপী আয়োজনে থাকবে তৃতীয় ঢাকা অ্যাপারেল সামিট, পোশাক প্রদর্শনী, ডেনিম এক্সপো, সাসটেইনেবল ফ্যাশন অ্যাওয়ার্ড ও ফ্যাশন ফট্রোগ্রাফি অ্যাওয়ার্ডের মতো পুরস্কার অনুষ্ঠান, ফ্যাশন ও সাংস্কৃতিক উৎসব।

আইএএফ পরিচালনা পর্ষদের সব সদস্য ছাড়াও ৪০টি দেশের পোশাক শিল্প সমিতির নেতা, শীর্ষস্থানীয় ব্র্যান্ড, রিটেইলার, সরবরাহকারী (সাপ্লায়ার্স) এবং বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন।

বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প নিয়ে এ ধরনের বিশাল আয়োজন এই প্রথম। পোশাক শিল্পমালিকদের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং আইএএফ যৌথভাবে এটি আয়োজন করছে।

এ উপলক্ষে শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, আইএএফ’র মহাসচিব ম্যাথিয়াস ক্রিয়েটি ও বিকেএমইএ সহসভাপতি ফজলে শামীম এহসান বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে ‘৩৭তম আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন’ এবং ‘মেইড ইন বাংলাদেশ উইক’ এর লোগো উন্মোচন করা হয়।

ফারুক হাসান বলেন, “স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জাতি হিসেবে আমাদের অর্জন এবং গত ৪০ বছরে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অবদান আন্তর্জাতিক মহলে তুলে ধরতে আমরা সপ্তাহব্যাপী ‘মেইড ইন বাংলাদেশ উইক’ এর আয়োজন করছি। আশা করছি এর মধ্য দিয়ে আমরা আমাদের পোশাক রপ্তানি আরও বাড়তে সক্ষম হব।”

তিনি বলেন, ‘চলতি ২০২১-২২ অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) আমরা ৩৫ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছি। প্রবৃদ্ধি হয়েছে ৩৬ শতাংশ। অর্থবছর শেষে আমাদের রপ্তানি ৪১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছি।’

তথ্য দিয়ে ফারুক বলেন, ‘২০২০ সালে বিশ্ববাজারে আমাদের পোশাকের শেয়ার ছিল ৬ দশমিক ২ শতাংশ। ২০২১ সালে তা বেড়ে হয়েছে ৭ শতাংশ। চলতি বছরে (২০২২ সাল) তা ৭ দশমিক ৫ শতাংশ অতিক্রম করবে। আর ২০২৫ সাল নাগাদ এই শেয়ার ১০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশা করছি।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, আইএএফ কনভেনশনটি তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে। প্রথম দিনে আইএএফ এর বোর্ডের সব পরিচালকের অংশগ্রহণে বোর্ডসভা হবে। কনভেনশনের অংশ হিসেবে দিনব্যাপী একটি সম্মেলনও অনুষ্ঠিত হবে। সেখানে স্থানীয় ও আন্তর্জাতিক বক্তারা বক্তব্য রাখবেন।

এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত ব্র্যান্ড, রিটেইলার, সরবরাহকারী (সাপ্লায়ার্স), শিল্প নেতা এবং একাডেমিকসহ বক্তারা ব্যবসার বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধানের উপর আলোকপাত করবেন।

ফারুক হাসান বলেন, ‘ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন ৪০টি দেশের প্রতিনিধিত্বকারী পোশাক শিল্প সমিতি, নেতৃস্থানীয় ব্র্যান্ড এবং অন্যান্য স্টেকহোল্ডারসহ আইএএফ এর সব সদস্যকে একত্রিত করবে। কনভেনশনটি প্রতিনিধি এবং অংশগ্রহণকারীদের নিজেদের মধ্যে নেটওয়ার্কিং, অভিজ্ঞতা বিনিময় এবং শিল্পের ভবিষ্যত দিক বিষয়ে ধারণা প্রদানে সহায়তা করবে।’

ছবি: সংগৃহীত

‘মেইড ইন বাংলাদেশ উইক’ এর লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ইতিবাচক, চিত্তার্কষক বিষয়গুলো; বিশেষ করে নিরাপদ কর্মপরিবেশ, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের কল্যাণের বিষয়ে অর্জিত অগ্রগতি উপস্থাপন করে স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পোশাক শিল্পকে তুলে ধরা।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘আমরা নির্দিষ্ট মাত্রার প্রবৃদ্ধি এবং গতি অর্জন করেছি, তাই এখন আমাদের প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়ে যাওয়ার সময় এসেছে। আমাদের অগ্রগতি এবং সম্ভাবনাগুলো পাশ্চাত্যের কাছে আমাদেরকে অন্যতম সাসটেইনেবল সোর্সিং পার্টনার হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং এই অবস্থান ধরে রাখতে আমাদেরকে আরও কঠোর পরিশ্রম করতে হবে।’

তিনি বলেন, ‘মেইড ইন বাংলাদেশ উইক পোশাক শিল্পের আকর্ষণীয় ইতিবাচক দিকগুলো উপস্থাপন করবে। পাশাপাশি, বাংলাদেশের পোশাক শিল্পকে বিশ্বে একটি নিরাপদ, টেকসই এবং প্রতিযোগিতামূলক শিল্প হিসেবে অবস্থান শক্তিশালী করতে সাহায্য করবে।’

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আইএফএ’র মহাসচিব ম্যাথিয়াস ক্রিয়েটি। ছবি: নিউজবাংলা

সংবাদ সম্মেলনে আইএফএ এর মহাসচিব ম্যাথিয়াস ক্রিয়েটি বলেন, ‘গত কয়েক বছর ধরে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য দেখিয়ে চলেছে। বাংলাদেশ এখন বিশেশ্বর দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। আগের যে কোনো সময়ের চেয়ে এখানকার পোশাক প্রস্তুতকারকরা শিল্প রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

‘তাই সার্বিক বিষয় বিবেচনায় নিয়েই আমরা ৩৭তম আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন বাংলাদেশে আয়োজন করছি। এই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পোশাক মালিকরা তাদের শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি প্রধান চ্যালেঞ্জগুলো সমাধানের পথও খুঁজে পাবেন।’

বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি শহিদউল্লাহ আজিম, খন্দকার রফিকুল ইসলাম, নাসির উদ্দিন, মিরান আলী, রাকিবুল আলম চৌধুরী, পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, আসিফ আশরাফ, খসরু চৌধুরী, ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান, ইনামুল হক খান (বাবলু), ইমরানুর রহমান, হোসনে আরা নীলা, বিকেএমইএ সহসভাপতি আখতার হোসেন অপূর্ব উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর