বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘সয়াবিনের সঙ্গে অন্য পণ্য কেনার শর্ত কোম্পানির নয়’

  •    
  • ১২ মে, ২০২২ ২০:৫২

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময়ে কোম্পানিগুলোর প্রতিনিধিরা জানান, তারাও শুনেছেন সয়াবিন তেল বিক্রিতে কোথাও কোথাও অন্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। তবে কোম্পানির পক্ষ থেকে কখনোই এ ধরনের কোনো শর্ত দেয়া হয়নি।

ঈদের আগে-পরে ক্রেতাদের কাছে সয়াবিন বিক্রিতে অন্য কোনো খাদ্যপণ্য কেনার শর্ত জুড়ে দেয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে দেশে তেল সরবরাহকারী সবক’টি কোম্পানি।

বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত এ বিষয়ক মতবিনিময় সভায় কোম্পানিগুলোর প্রতিনিধিরা তাদের অবস্থান স্পষ্ট করেছেন।

প্রতিনিধিরা জানান, তারাও শুনেছেন সয়াবিন তেল বিক্রিতে কোথাও কোথাও অন্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। তবে কোম্পানির পক্ষ থেকে কখনোই এ ধরনের কোনো শর্ত জুড়ে দেয়া হয়নি।

এ ধরনের কর্মকাণ্ড কোম্পানির ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে। ভোক্তার অধিকার সুরক্ষায় এ বিষয়ে অধিদপ্তর কোনো পদক্ষেপ নিলে কোম্পানির কোনো আপত্তি থাকবে না। বরং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি পেতে সহযোগিতা করবে।

কোম্পানিগুলোর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার থেকে রাজধানীসহ সারাদেশে বাজারগুলোতে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম শফিকুজ্জামান বলেন, ‘কোম্পানিগুলো এ কাজ করেছে কিনা আমরা সেটি নিশ্চিত হওয়ার জন্যই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। যেহেতু তারা সরাসরি অস্বীকার করেছে, এখন বাজার পর্যায়ে অভিযান পরিচালনায় আর অপেক্ষার প্রয়োজন পড়ে না। অভিযানের মাধ্যমে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত হাতে নিয়েই আমরা দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’

এ এইচ এম শফিকুজ্জামান বলেন, ‘একটির সঙ্গে আরেকটি পণ্য কেনার শর্ত জুড়ে দেয়া সরাসরি জাতীয় ভোক্তা অধিকার আইনের লংঘন। একদিকে তারা সারা দেশে সয়াবিনের সংকট তৈরি করেছে। আরেক দিকে সয়াবিন কেনার সময় অন্য কোনো পণ্য বাধ্যতামূলকভাবে কেনার শর্ত জুড়ে দিয়ে ভোক্তার অধিকার লংঘন করেছে। এটা অমার্জনীয় অপরাধ।’

মতবিনিময় সভায় মেঘনা গ্রুপের সিনিয়র সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার তাসলিম বলেন, ‘আমাদের কোনো প্রোডাক্ট সয়াবিন বিক্রির ক্ষেত্রে প্যাকেজ আকারে দেয়া হয়নি। ঐতিহ্যবাহী মেঘনা গ্রুপ পণ্য বিক্রির ক্ষেত্রে কখনোই এ ধরনের প্র্যাকটিস করেনি।’

বসুন্ধরা গ্রুপের জেনারেল ম্যানেজার হেড অফ সেলস রেদওয়ানুর রহমান দাবি করেন, কোম্পানির পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপ কখনোই এ ধরনের অফার করেনি। বাজারে এর কোনো প্রমাণ নেই।

রূপচাঁদা ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার মো. দবিরুল ইসলাম বলেন, এ ধরনের অনৈতিক অফার কোম্পানির পক্ষ থেকে কখনোই দেয়া হয়নি।

টি কে গ্রুপের হেড অফ বিজনেস মোহাম্মদ আলম চৌধুরী জানান, তারাও এই অফারের সঙ্গে জড়িত নন।

তীর ব্রান্ডের সয়াবিন সরবরাহকারী সিটি গ্রুপের প্রতিনিধিও জানান একই কথা। এস আলম গ্রুপের প্রতিনিধি জানান, তারা বাজারে বোতলজাত সয়াবিন সরবরাহ করেন না।

রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কোম্পানিগুলোর প্রতিনিধি ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর