ভোজ্যতেলের সংকট এড়াতে কানাডাকে ক্যানোলা তেলের ফ্যাক্টরি স্থাপনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
বুধবার কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলসের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই প্রস্তাব দেন।
সচিবালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিপুল পরিমাণ ভোজ্যতেল আমদানি করে থাকে। কানাডায় প্রচুর ক্যানোলা উৎপাদন হয়, স্বাস্থ্যসম্মত ভোজ্যতেল ক্যানোলা বাংলাদেশে জনপ্রিয় হতে পারে। বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে কানাডা ক্যানোলা ভোজ্যতেল ফ্যাক্টরি স্থাপন করে উৎপাদন করলে বাংলাদেশের চাহিদা মিটিয়ে আশপাশের দেশেও রপ্তানির সুযোগ রয়েছে।’
জবাবে কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলস বলেন, কানাডার ক্যানোলা ভোজ্যতেল বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে রপ্তানির সুযোগ রয়েছে। সরকার বনাম সরকার ব্যবস্থাপনায় ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বাংলাদেশ এই তেল আমদানি করতে পারে। এ বিষয়ে কানাডা সরকার সব ধরনের সহযোগিতা দেবে।
কানাডায় বাংলাদেশের তৈরি পোশাকের বিপুল চাহিদা রয়েছে উল্লেখ করে হাইকমিশনার বলেন, দুই দেশের ব্যবসায়ীরা সফর বিনিময় করে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারেন।’
বাংলাদেশের উন্নয়নেরও প্রশংসা করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কৃষিপণ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কানাডার সহযোগিতা চান। তিনি
বলেন, বাংলাদেশে বিপুল পরিমাণ আলু উৎপাদন হয়। এগুলো রপ্তানির সুযোগ রয়েছে। এ ধরনের কৃষিপণ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে গবেষণার কাজে কানাডা সহায়তা করলে বাংলাদেশ উপকৃত হবে।’
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) নুসরাত জাবীন বানু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ সময়ে কানাডায় রপ্তানি করেছে ১,০৭০.৫৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য, একই সময়ে বাংলাদেশ কানাডা থেকে আমদানি করেছে ৪২৮.৮৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। কানাডায় বাংলাদেশের রপ্তানি বাড়ছে।