রাজশাহীর পুঠিয়ায় গুদাম থেকে জব্দ হওয়া ৯২ হাজার লিটার তেল ন্যায্যমূল্যে সাধারণ মানুষের মাঝে বিক্রি করতে চায় পুলিশ। রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এই তথ্য জানিয়েছেন।
পুঠিয়ায় অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার। এই অভিযানে ৯২ হাজার ৬১৬ লিটার তেল জব্দ করা হয়। এগুলো মজুতের দায়ে ৫জনকে আটক করা হয়েছে।
এবিএম মাসুদ হোসেন জানান, রমজানের সময় থেকেই তারা এগুলো মজুদ করছিল। তেল রাখার জন্য যথাযথ যে কাগজপত্র দরকার সেগুলো তারা দেখাতে পারেনি। নিশ্চিত হয়েছি যে, তারা কৃত্রিমভাবে দাম বৃদ্ধি করে বাড়তি মুনাফা লাভের চেষ্টা করছিল। আমরা কালকেই আদালতের কাছে অনুমতি চাইব এই তেলগুলো যেন দু-চারদিনের মধ্যে টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের মাঝে বিক্রি করে দেয়া হয় এবং সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়।
অভিযান শেষে চার গোডাউন মালিক ও এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- গোডাউন মালিক পুঠিয়ার বানেশ্বর বাজারের বিকাশ সরকার ওরফে গোপাল, নামাজগ্রাম পালপাড়ার শৈলেন কুমার পাল, রাজিব সাহা, চারঘাট উপজেলার তাতারপুর মণ্ডলপাড়া গ্রামের ইমদাদুল হক ও ট্রাক চালক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালুচরের লিটন।