বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিপুল বকেয়া, বিমানকে তেল দেবে না বিপিসি

  •    
  • ৮ মে, ২০২২ ২০:৩৪

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া বিপিসির পাওনা রয়েছে দুই হাজার ১০৮ কোটি ২০ লাখ টাকা। এই বকেয়া পরিশোধে বিমানকে সময়সীমা বেঁধে দিচ্ছে বিপিসি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। হাজার হাজার কোটি টাকা বকেয়া পড়ায় এমন কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে জ্বালানি তেল সরবরাহকারী সরকারি সংস্থাটি।

তবে বিপিসি এমন সিদ্ধান্ত কার্যকর করার আগে বকেয়া পরিশোধে সময় পাবে বাংলাদেশের পতাকাবাহী জাতীয় বিমান পরিবহন সংস্থাটি। এজন্য তাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হবে। এর মধ্যে বকেয়া পরিশোধে ব্যর্থ হলে বিপিসির মালিকানাধীন পদ্মা অয়েল কোম্পানি বিমানকে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেবে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মাসিক সমন্বয় সভায় বিমানের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২৪ এপ্রিল এই সভা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, বিমানের কাছে বকেয়া পাওনা আদায়ের বিষয়ে কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। চলতি বিল পরিশোধে সময়সীমা বেঁধে দিয়ে তাদেরকে চিঠি দেয়া হবে। ওই সময়ের মধ্যে বিল দিতে ব্যর্থ হলে বিমানকে তেল সরবরাহ বন্ধ করে দেয়া হবে।

সভায় জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া বিপিসির পাওনা রয়েছে দুই হাজার ১০৮ কোটি ২০ লাখ টাকা।

বকেয়া আদায়ে সর্বশেষ গত বছরের ১৮ নভেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা হয়। ওই সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় বিমান ২০ কোটি ৭৯ লাখ টাকা পরিশোধ করেছে। বকেয়া আদায়ের বিষয়ে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) চেষ্টা অব্যাহত রেখেছে।

পিওসিএলের জিএম (এইচ আর) সভায় জানান, ‘বাংলাদেশ বিমান বর্তমানে যে তেল নিচ্ছে তার বিপরীতে আংশিক বিল পরিশোধ করছে। ফলে এর মধ্য থেকে আবার নতুন করে বকেয়া তৈরি হচ্ছে।’

এ ঘটনায় মাসিক সভার সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন অসন্তোষ প্রকাশ করেন এবং বকেয়া পরিশোধে সময় বেঁধে দিয়ে বিমানকে চিঠি দেয়ার নির্দেশ দেন। ওই সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে তেল সরবরাহ বন্ধ করারও নির্দেশ দেন জ্বালানি সচিব।

সভায় জানানো হয়, বিমানের কাছে পাওনার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভার পর অগ্রগতি বিষয়ে গত ১৩ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি দিয়েছে বিপিসি। বিষয়টি ফলোআপে রাখা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোহাম্মদ মোস্তফা কামাল নিউজবাংলাকে বলেন, ‘আমি এখনো এ ধরনের কোনো চিঠি পাইনি। চিঠি পেলে বিমান ও মন্ত্রণালয় পরবর্তী করণীয় ঠিক করবে।’

এ বিভাগের আরো খবর