বিশ্বব্যাপী বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছেই। এরই মধ্যে একাধিক দেশ রাষ্ট্রীয় মুদ্রা হিসেবে বিটকয়েনকে স্মীকৃতি দিয়েছে। এ ছাড়াও অনেক প্রতিষ্ঠানই বিটকয়েনের মতো ক্রিপ্টো মুদ্রাকে গ্রহণ করে নিচ্ছে।
এবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির বিলাসবহুল ব্র্যান্ড গুচি বলেছে যে তারা এই চলতি মাস থেকেই যুক্তরাষ্ট্রের বেশ কিছু আউটলেটে ক্রিপ্টোকারেন্সিতে পণ্যের মূল্য প্রদানের সুবিধা চালু করবে।
উচ্চবিত্ত গ্রাহকদের কথা মাথায় রেখেই বিলাসবহুল পণ্য ও হ্যান্ডব্যাগ বাজারে আনার জন্য পরিচিত গুচি জানিয়েছে, প্রতিষ্ঠানটি বিটকয়েন, ইথারিয়াম, ডজকয়েন, শিবা ইনু, লাইটকয়েন ছাড়াও আরও পাঁচটি স্টাবল কয়েনে অর্থ প্রদান ও গ্রহণ শুরু করতে যাচ্ছে।
গ্রাহকরা তাদের ই-মেইলে পাঠানো লিঙ্কের মাধ্যমে দোকানে অর্থ পরিশোধ করতে পারবে। লিঙ্কটিতে একটি কিউআর কোড থাকবে, যার মাধ্যমে গ্রাহক তার ক্রিপ্টোওয়ালেট থেকে তার কেনা পণ্যের মূল্য পরিশোধ করতে পারবে।
এ ক্ষেত্রে পণ্য বিক্রেতা চাইলে ক্রিপ্টোকারেন্সি আকারেই পণ্যের মূল্য ধরে রাখতে পারবে কিংবা তা প্রচলিত মুদ্রায় পরিণত করতে পারবে।
গুচির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সেবা নিউ ইয়র্কের উস্টার স্ট্রিটে, মিয়ামি ডিজাইন ডিস্ট্রিক্ট, লস অ্যাঞ্জেলসের রোডিও ড্রাইভে, লাস ভেগাসের ক্রিস্টালের শোরুমে ও আটলান্টার ফিপস প্লাজার আউটলেটগুলোতে চালু করা হবে।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও মার্কো বিজ্জারি এক বিবৃতিতে বলেছেন, ‘গুচি সবসময় নতুন প্রযুক্তি গ্রহণ করতে চায়, যাতে প্রতিষ্ঠানটি গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা দিয়ে যেতে পারে।’
ফ্রান্সের কেরিং-এর মালিকানাধীন গুচি হলো ক্রিপ্টো গ্রহণ করা সর্বশেষ বড় মাপের ব্র্যান্ড।