বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছয় বছরের সর্বনিম্ন আয়, লভ্যাংশ কমায়নি আল আরাফাহ

  •    
  • ২৬ এপ্রিল, ২০২২ ১৮:৫৩

২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আল আরাফাহর শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৯৬ পয়সা। ২০১৬ সাল থেকে কখনও এত কম আয় করেনি ব্যাংকটি। ২০১৯ সালে শেয়ারপ্রতি ২ টাকা ২৮ পয়সা আয় ছিল এর আগে সর্বনিম্ন।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক আল আরাফাহ গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন আয় করেও আগের বছরের সমান লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারপ্রতি দেড় টাকা বা ১৫ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।

মঙ্গলবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়, যা বুধবার ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে।

প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আল আরাফাহর শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৯৬ পয়সা, যা আগের বছরের তুলনায় অনেকটাই কম।

২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ৪১ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় কমেছে ৪৫ পয়সা বা ১৮.৬৭ শতাংশ।

এখন পর্যন্ত যেসব ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে, তার মধ্যে খুব কমসংখ্যক ব্যাংকেরই আয় কমেছে। বেশির ভাগ ব্যাংকই আয় বাড়াতে পেরেছে।

আল আরাফাহর আয় কেবল গতবারের তুলনায় কমেছে এমন নয়, এই আয় ২০১৬ সালের পর সর্বনিম্ন। ওই বছর ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ছিল ৩ টাকা ৭ পয়সা, পরের বছর যা বেড়ে হয় শেয়ারপ্রতি ৩ টাকা ১৭ পয়সা।

তবে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিন বছরে কখনও ব্যাংকটি শেয়ারপ্রতি তিন টাকা আয় করতে পারেনি আর। এর মধ্যে ২০১৮ সালে শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ৩৫ পয়সা, পরের বছর ২ টাকা ২৮ পয়সা এবং গত বছর ২ টাকা ৪১ পয়সা।

এই ব্যাংকটি লভ্যাংশের ক্ষেত্রে নগদে বিতরণেই প্রাধান্য দিয়ে আসছে ২০১৬ সাল থেকে। এর মধ্যে ২০১৭ সালে নগদের সঙ্গে ৫ শতাংশ এবং পরের বছর নগদের সঙ্গে ২ শতাংশ বোনাস শেয়ার দেয়া হয়েছে লভ্যাংশ হিসেবে।

এই ছয় বছরে সর্বোচ্চ লভ্যাংশ ছিল ২০১৬ ও ২০১৭ সালে ২০ শতাংশ করে, যার মধ্যে প্রথম বছর ছিল পুরোটাই নগদ, আর দ্বিতীয় বছরে ৫ শতাংশ বোনাসে ১৫ শতাংশ নগদে।

২০১৮ সালে ২ শতাংশ বোনাসের পাশাপাশি ১৫ শতাংশ দেয়া হয় নগদে। তার পরের বছর ১৩ শতাংশ দেয়া হয় নগদে।

আয় কমলেও আল আরাফাহর সম্পদ বেড়েছে ২০২১ সালে বছর। ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি ২২ টাকা ৭৩ পয়সা সম্পদ দেখিয়েছে ব্যাংকটি, আগের বছরের ডিসেম্বর শেষে যা ছিল ২ টাকা ৩৫ পয়সা।

আয়ে ভাটা পড়লেও ব্যাংকটির শেয়ারদর সমপর্যায়ের অন্যান্য ব্যাংকের চেয়ে বেশি। গত অর্থবছরে শেয়ারপ্রতি ৩ টাকা ৪৬ পয়সা আয় করে সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারদর যেখানে ১৫ টাকা ৪০ পয়সা, সেখানে আল আরফাহর শেয়ারদর এখন ২৬ টাকা ৩০ পয়সা।

গত এক বছরে ব্যাংকটির শেয়ারদর ২১ টাকা থেকে ৩০ টাকা ১০ পয়সা পর্যন্ত ওঠানামা করেছে।

যারা এবার লভ্যাংশ নিতে চান, তাদের আগামী ৮ জুন শেয়ার ধরে রাখতে হবে। অর্থাৎ, সেদিন হবে রেকর্ড ডেট। এই লভ্যাংশ চূড়ান্ত করতে বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে আগামী ১১ আগস্ট।

এ বিভাগের আরো খবর