বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মার্কেন্টাইলের আয় বেড়েই চলেছে

  •    
  • ২৪ এপ্রিল, ২০২২ ১৮:৩৩

গত সাত বছরে ব্যাংকটি ১৫ থেকে সর্বোচ্চ ২২ শতাংশ লভ্যাংশ দিয়ে আসছে। এই সাত বছরে ব্যাংকটি এতটাই ভালো লভ্যাংশ দিয়ে আসছে যে, ব্যাংকে স্থায়ী আমানত করার চেয়ে যারা শেয়ার কিনে ধরে রেখেছেন, তারা বেশি লাভবান হয়েছেন।

করোনার বিধিনিষেধ কাটিয়ে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক গতিতে ফেরার পর মার্কেন্টাইল ব্যাংকের আয় আরও বেড়েছে।

গত ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরে আগের বছরের তুলনায় প্রায় দেড় গুণ আয় করা ব্যাংকটি গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রান্তিকের আয়ও আগের বছরের একই সময়ের তুলনায় ৪৪ শতাংশ বাড়াতে পেরেছে।

রোববার ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠক শেষে জানানো হয়, এই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে এই আয় ছিল ৬১ পয়সা। অর্থাৎ আয় বেড়েছে ২৭ পয়সা বা ৪৪ দশমিক ২৬ শতাংশ।

আগের বছরেও ব্যাংকটি প্রথম প্রান্তিকে আয় ৪৭ শতাংশ বাড়াতে পেরেছিল।

প্রতি বছর দারুণ লভ্যাংশ দিয়ে আসা এ ব্যাংকটির আয়ের প্রবৃদ্ধি আকর্ষণীয়। ২০২০ সালে করোনার ধাক্কায় শেয়ারপ্রতি আয় কিছুটা কমে গেলেও ২০২১ সালেই ঘুরে দাঁড়ায় ব্যাংকটি। এবার শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৪৬ পয়সা।

আয় বাড়ার পর বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশও এবার বেশি দেয়ার প্রস্তাব করা হয়েছে। ২০২০ সালে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়া ব্যাংকটি এবার সাড়ে ১২ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার দেয়ার প্রস্তাব করেছে।

গত সাত বছরে ব্যাংকটি ১৫ থেকে সর্বোচ্চ ২২ শতাংশ লভ্যাংশ দিয়ে আসছে। এই সাত বছরে ব্যাংকটি এতটাই ভালো লভ্যাংশ দিয়ে আসছে যে, ব্যাংকে স্থায়ী আমানত করার চেয়ে যারা শেয়ার কিনে ধরে রেখেছেন, তারা বেশি লাভবান হয়েছেন।

তবে ভালো লভ্যাংশ দিয়ে এলেও ব্যাংকটির শেয়ারদর বেশ কম। গত চার দিন বেড়েও এখন শেয়ারদর দাঁড়িয়েছে ১৫ টাকা। গত এক বছরে সর্বনিম্ন দর ছিল ১০ টাকা ৯০ পয়সা, আর সর্বোচ্চ ২০ টাকা ৫০ পয়সা।

আয়ের পাশাপাশি ব্যাংকটির সম্পদও বেড়েছে। গত ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি ২৩ টাকা ৯১ পয়সার সম্পদ থাকা ব্যাংকটির মার্চ শেষে সম্পদ দাঁড়িয়েছে ২৪ টাকা ৮৬ পয়সা।

এ বিভাগের আরো খবর