এক্সিম ব্যাংকের লেনদেন ৭ দিন বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য ব্যাংকটির এই সেবা বন্ধ রাখা হবে।
ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়েছে, এক্সিম ব্যাংক লিমিটেডের বিদ্যমান কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ করা হবে। এজন্য ২৮ এপ্রিল রাত ৮টা থেকে ৫ মে সকাল ১০টা পর্যন্ত এক্সিম ব্যাংকের লেনদেন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
ঈদের সরকারি ছুটির কারণে ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ব্যাংকসহ সব ধরনের অফিস বন্ধ থাকবে। তবে ২৯ ও ৩০ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবার তৈরি পোশাক সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের শাখা খোলা থাকবে।