বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আয় বাড়িয়ে লভ্যাংশও কিছুটা বাড়াল কন্টিনেন্টাল

  •    
  • ১৮ এপ্রিল, ২০২২ ২১:১৬

কোম্পানিটি গত বছর লভ্যাংশ দিয়েছে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস। অর্থাৎ ওই বছর বিনিয়োগকারীদেরকে শেয়ার প্রতি দেয়া হয় ৬০ পয়সা, পাশাপাশি প্রতি ১০০ শেয়ারের বিপরীতে ৪টি শেয়ার দেয়া হয়। তার আগের টানা পাঁচ বছর কোম্পানিটি তার বিনিয়োগকারীদেরকে ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ হারে লভ্যাংশ দিয়ে এসেছে।

গত ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরে আয় বাড়িয়ে লভ্যাংশও কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। আবার টানা ৬ বছর বোনাস ও নগদ মিলিয়ে লভ্যাংশ দিয়ে আসলেও এবার কেবল নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিনিয়োগকারীদেরকে এবার ১২ শতাংশ নগদ বা শেয়ার প্রতি এক টাকা ২০ পয়সা করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে।

সোমবার এই বৈঠকে জানানো হয়, ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কন্টিনেন্টালের শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আগের বছর একই সময়ে এই আয় ছিল ১ টাকা ২৪ পয়সা। আয় বেড়েছে ২৭ পয়সা বা ২১.৭৭ শতাংশ।

ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৪২ পয়সা, যা আগের বছর ছিল ১৯ টাকা ৭ পয়সা।

কোম্পানিটি গত বছর লভ্যাংশ দিয়েছে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস। অর্থাৎ ওই বছর বিনিয়োগকারীদেরকে শেয়ার প্রতি দেয়া হয় ৬০ পয়সা, পাশাপাশি প্রতি ১০০ শেয়ারের বিপরীতে ৪টি শেয়ার দেয়া হয়।

তার আগের টানা পাঁচ বছর কোম্পানিটি তার বিনিয়োগকারীদেরকে ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ হারে লভ্যাংশ দিয়ে এসেছে।

যারা এবারের লভ্যাংশ নিতে চান, তাদেরকে আগামী ২৪ মে শেয়ার ধরে রাখতে হবে। অর্থাৎ সেদিন হবে রেকর্ড ডেট।

লভ্যাংশ চূড়ান্ত করতে বার্ষিক সাধারণ সভা বা এজিএম ডাকা হয়েছে আগামী ২০ জুন।

কোম্পানিটির শেয়ারদর গত এক বছরের সর্বনিম্ন অবস্থানে ৩৬ টাকা ৬০ পয়সায়। গত এক বছরে সর্বোচ্চ দর ছিল ৬২ টাকা ১০ পয়সা।

২০২০ সালের মাঝামাঝি সময় থেকে বিমার শেয়ারের দরে যে অস্বাভাবিক উত্থান দেখা দেয়, সেটি শুরুর আগে কন্টিনেন্টালের দর ছিল ১৮ টাকা ৩০ পয়সা। এই দর অবশ্য করোনা পরিস্থিতিতে শেয়ারের বেঁধে দেয়া সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইস ছিল।

এ বিভাগের আরো খবর