বগুড়ায় জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীসহ জনসাধারণের ব্যাংকিং কার্যক্রম সহজ করতে সোনালী ব্যাংক একটি এটিএম বুথ চালু করেছে।
জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার দুপুর তিনটার দিকে এই বুথ উদ্বোধন করা হয়।
সোনালী ব্যাংকের বুথটি উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ।
সোনালী ব্যাংকের কর্মকর্তারা জানান, এক বছর আগে বগুড়ার ডিসি জিয়াউল হক এই বুথ স্থাপনের উদ্যোগ নেন। পরবর্তীতে অবকাঠামোগত কাজ শেষে মঙ্গলবার বুথটি উদ্বোধন করা হয়। এ নিয়ে বগুড়া শহরে মোট চারটি এটিএম বুথ স্থাপন করেছে সোনালী ব্যাংক।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন সোনালী ব্যাংকের বগুড়া অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) জেসমিন সুলতানা, অ্যাসিসটেন্ট জেনালের ম্যানেজার রবীন্দ্রনাথ বিশ্বাসসহ একাধিক কর্মকর্তা।