এখনও বিশ্বের ইলেকট্রিক গাড়ি তৈরির বাজার নিয়ন্ত্রণ করছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা। চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটি দখলে রেখেছে মোট বাজারের ২২ দশমিক ২ শতাংশ।
দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইলেকট্রিক গাড়ি তৈরির তালিকার পঞ্চম থেকে দীর্ঘদিন পর সরে গেছে দক্ষিণ কোরিয় গাড়িনির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই। চলতি বছরের প্রথমার্ধে আগের বছরের চেয়ে কম গাড়ি সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি।
ফলে এ বছরের প্রথম ছয় মাসে ব্র্যান্ডটি বিশ্বে ইলেকট্রিক গাড়ির বাজারে ষষ্ঠ অবস্থানে নেমে গেছে।
ইলেকট্রিক গাড়ি তৈরির হিসাবে এখন সবচেয়ে প্রতিযোগিতা বেড়েছে চীনের সঙ্গে। এই খাতে দেশটি সম্প্রতি প্রচুর বিনিয়োগ আর নতুন সব উদ্ভাবন এনেছে। সঙ্গে কিছুটা কম দামে গাড়ি দিতে পারায় বিশ্ববাজারে বেড়েছে চীনের গাড়ির চাহিদা।
সোমবার হুন্দাইয়ের এক ধাপ নিচে নেমে যাওয়ার খবর প্রকাশ করেছে খাতটির গবেষণা প্রতিষ্ঠান এসএনই রিসার্চ।
চলতি জানুয়ারি-জুন সময়ে হুন্দাই গত বছরের পঞ্চম অবস্থান থেকে সরে যায়।
চলতি বছরের প্রথম ছয় মাসে হুন্দাইয়ের বিক্রি এক লাফে ৭৫ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৩০০ ইউনিটে। অবশ্য এই সময়ে তাদের বাজার শেয়ার ২ দশমিক ৯ শতাংশ কমে গেছে। আগে ছিল ৪ দশমিক ৫ শতাংশ।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এসএআইসি-জিএম-উলিং অটোমোবাইল, তৃতীয় জেনারেল মোটরস, চতুর্থ ভক্সওয়াগন ও গ্রেট মোটরস চলে এসেছে পঞ্চম অবস্থানে।
ইয়োনহাপ নিউজ এজেন্সির খবরে বলা হচ্ছে, শীর্ষ পাঁচ কোম্পানির দুটি চীনের এবং আর একটি চীনের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান।
এসএনই বলছে, দক্ষিণ কোরিয় কোম্পানিটি বেশ কিছু দিন থেকেই প্রবল প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। সেই প্রতিযোগিতায় এবার পিছিয়েছে।
অবশ্য চলতি বছর চিপ সংকটের কারণে বিশ্বে গাড়ি তৈরির পরিমাণ অনেক কমে এসেছে। কয়েকদিন আগেই বিশ্বের সবচেয়ে বড় গাড়ি তৈরির প্রতিষ্ঠান জাপানের টয়োটা জানায়, চিপ স্বল্পতায় সেপ্টেম্বরে তারা ৪০ শতাংশ গাড়ি তৈরি কমিয়ে দেবে।
অন্য প্রতিষ্ঠানগুলোও একইভাবে চিপ সংকটের কথা জানিয়েছে।
ইলেকট্রিক গাড়ি তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এর ব্যাটারি। সম্প্রতি ব্যাটারি তৈরির কাঁচামালেরও সংকটের কথা জানিয়েছে কোম্পানিগুলো। ফলে ব্যাটারির দামও কিছুটা বেড়ে যাচ্ছে।
ইলেকট্রিক গাড়ি তৈরির শীর্ষ প্রতিষ্ঠান টেসলা কয়েক বছর থেকেই লিথিয়ামআয়ন ব্যাটারিকে আরও উন্নত করতে গবেষণা খাতে ব্যয় বাড়িয়েছে। এই লিথিয়ামআয়ন ব্যাটারি ব্যবহার হয় স্মার্টফোনে। ছোট ব্যাটারি হলেও লিথিয়ামআয়ন খুব শক্তিশালী হয়।