সরকারি কেনাকাটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সচিব সভায় তিনি এ নির্দেশ দিয়েছেন।
বিকেলে সচিবালয়ে সভার বিষয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকারের ব্যয় কমানোর পাশাপাশি মুদ্রা সরবরাহ বাড়াতে বলেছেন প্রধানমন্ত্রী। সরকারি সকল কেনাকাটায় ওপেন টেন্ডারের ব্যবস্থা করতেও বলা হয়েছে।’
ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ ঠিক রাখতে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে বিভিন্ন ঋণের ব্যবস্থা প্রবর্তন করতে হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সামাজিক নিরাপত্তা নেটওয়ার্কের কাজ আরও বিস্তৃত করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী, যাতে গরীব অসহায় মানুষের সুবিধা হয়।’
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান প্রসঙ্গে সচিব সভায় কথা বলেছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পরিস্কার বলেছেন, কোনোভাবে দুর্নীতি টলারেন্স করা হবে না।’
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যেখানে অসঙ্গতি আছে, সেগুলো দূর করতে হবে। এক্ষেত্রে যার যে সেক্টর, তারাই দেখবেন। প্রধানমন্ত্রী নিজেও পয়েন্ট আউট করেছেন, যে সচিবদের দায়িত্ব এটা। সচিবরাই হলেন প্রিন্সিপ্যাল অ্যাকাউন্টিং অফিসার। সুতরাং যেখানে ইমোরাল প্রাকটিস হয়, মিসইউজ হয়, সে সব বিষয়ে প্রত্যেক সচিবকে দেখতে হবে।’