বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিএমএসএমই ঋণে নারী উদ্যোক্তাদের প্রণোদনা

  •    
  • ১৭ আগস্ট, ২০২১ ২১:৪৩

এখন থেকে কোনো নারী উদ্যোক্তা ক্ষুদ্র ও কুটির শিল্প এবং মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের ঋণ নিয়ে সময়মতো ফেরত দিলে দুই শতাংশ প্রণোদনা দেয়া হবে। এই প্রণোদনার এক শতাংশ পাবেন উদ্যোক্তা; আর বাকি এক শতাংশ দেয়া হবে যে ব্যাংক ঋণ বিতরণ করবে, সেই ব্যাংককে।

ক্ষুদ্র ও কুটির শিল্প এবং মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের ঋণে নারী উদ্যোক্তাদের প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।

এখন থেকে কোনো নারী উদ্যোক্তা সিএমএসএমই খাতের ঋণ নিয়ে সময়মতো ফেরত দিলে দুই শতাংশ প্রণোদনা দেয়া হবে। এ প্রণোদনার এক শতাংশ পাবেন উদ্যোক্তা; আর বাকি এক শতাংশ দেয়া হবে যে ব্যাংক ঋণ বিতরণ করবে, সেই ব্যাংককে।

মঙ্গলবার এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নারী উদ্যোক্তারা যাতে আরও বেশি ঋণ পান সেজন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের আলোকে প্রথমবারের মতো এ প্রণোদনার উদ্যোগ নেয়া হয়েছে।

প্রণোদনার নাম দেয়া হয়েছে ‘সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদেরকে বিতরণকৃত ঋণ/বিনিয়োগের বিপরীতে নগদ প্রণোদনা সুবিধা’। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এ অর্থ জোগান দেয়া হবে। তহবিলের মেয়াদ হবে ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর।

‘সিএমএসএমই খাতের নারী উদ্যোক্তাদেরকে বিতরণকৃত ঋণ/বিনিয়োগের বিপরীতে প্রণোদনা সুবিধা প্রদান’ শীর্ষক সার্কুলারে বলা হয়, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে সিএমএসএমই খাতের গুরুত্ব অপরিসীম। এ খাত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, সমতাভিত্তিক সমাজ গঠন এবং নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখে।

সে কারণে ২০১৯ সালে এক সার্কুলারে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার প্রদানপূর্বক নারী উদ্যোগে ঋণের পরিমাণ বৃদ্ধির জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ২০২৪ সালের মধ্যে সিএমএসএমই খাতের নিট ঋণ ও অগ্রিম স্থিতির ন্যূনতম ১৫ শতাংশ নারী উদ্যোগে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। বর্তমানে যা রয়েছে চার শতাংশের মতো। এসএমই ঋণে নারীদের অংশ বাড়াতেই বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া নারী উদ্যোক্তাদের অধিকতর উৎসাহ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে নানা ধরনের নীতি সহায়তা দেয়া হচ্ছে।

তারই ধারাবাহিকতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নারী উদ্যোক্তাদের দেয়া ঋণ যথাসময়ে সমন্বয়/আদায়/পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রাহক পর্যায়ের প্রত্যেককে এক শতাংশ হারে মোট দুই শতাংশ প্রণোদনা সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় পাঁচ শতাংশ সুদের ঋণেও এ সুবিধা মিলবে।

কোনোভাবে যেন এই সুবিধার অপব্যবহার না হয় সেজন্য নিয়মিত তদারকি করবে বাংলাদেশ।

সার্কুলারে বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বিতরণ করা ঋণ যথাযথ ব্যবহার ও নির্ধারিত মেয়াদের মধ্যে সমন্বয় বা আদায় বা পরিশোধ হলে ব্যাংক ও গ্রাহক পর্যায়ের প্রত্যেককে মূলঋণের এক শতাংশ হারে সর্বমোট দুই শতাংশ প্রণোদনা দেয়া হবে।

ঋণের মঞ্জুরিপত্রে প্রণোদনা সুবিধা প্রদান সংক্রান্ত বিষয়টি উল্লেখ থাকতে হবে। এ সুবিধার আওতায় ঋণ গ্রহণকারীর তথ্য ডাটাবেইজ সংরক্ষণ করতে হবে।

যে কোনো ঋণ সম্পূর্ণ সমন্বয় বা আদায় বা পরিশোধ হওয়া সাপেক্ষে এর বিপরীতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রণোদনা দাবি করতে পারবে।

প্রতি তিন মাস শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে যে সব ঋণ নির্ধারিত মেয়াদে পরিশোধ হয়েছে তার বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের মহাব্যবস্থাপকের কাছে প্রণোদনার জন্য আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ ব্যাংক থেকে সরবরাহ করা নির্ধারিত ছকে প্রণোদনার হিসাব সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র যথাযথভাবে যাচাইপূর্বক প্রণোদনা বাবদ প্রাপ্য অর্থ সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চলতি হিসাবে জমা হবে। প্রণোদনার অর্থ বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট নারী উদ্যোক্তার প্রাপ্য অংশ গ্রাহকের নামে রক্ষিত ব্যাংক হিসাবে প্রদান করবে।

তবে, এ অর্থ দ্বারা কোনো ঋণ হিসাব সমন্বয় বা পরিশোধ করা যাবে না।

এ বিভাগের আরো খবর