বন্ধ থাকার ৯ ঘণ্টা পর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন স্বাভাবিক হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে এ কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করে। এর আগে নিজ দেশের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে ট্রাক চালকদের হয়রানির অভিযোগ তুলে পণ্যবাহী ট্রাক আটকে দেয় ভারতের ট্রান্সপোর্ট সমিতি।
পণ্য পরিবহন বন্ধ থাকায় পেট্রাপোল বন্দরে পণ্যজট সৃষ্টি হয়।
বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন তরফদার নিউজবাংলাকে জানান, ভারতীয় ট্রাক চালকরা পণ্য নিয়ে যখন পেট্রাপোল বন্দরের দিকে যান তখন ভারতের জয়ন্তিপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা অকারণে ঘণ্টার পর ঘণ্টা ট্রাক দাঁড় করিয়ে চেকিংয়ের নামে হয়রানি করে থাকে।
এর প্রতিবাদেই পণ্য পরিবহন বন্ধ রাখার কথা জানিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। আমদানি বন্ধ থাকলেও বাংলাদেশি পণ্য রপ্তানি স্বাভাবিক ছিল বলেও জানান বেনাপোল বন্দরের এই কর্মককর্তা।
যশোরের বেনাপোল দেশের বৃহত্তম স্থলবন্দর। স্থলপথে ভারত থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি হয়ে থাকে। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ৪০০ থেকে সাড়ে ৪০০ পণ্যবাহী ট্রাক প্রবেশ করে। যার অধিকাংশই গার্মেন্টস শিল্পের কাঁচামাল।
তাছাড়া ভারতের পেট্রাপোল বন্দরে এমনিতেই সবসময় পণ্যজট লেগেই থাকে। একদিন আমদানি বন্ধ থাকায় পেট্রাপোল বন্দরে পণ্যজট প্রকট আকার ধারণ করে।
বেনাপোল কাস্টমসের কার্গো অফিসার স্বপন কুমার বলেন, ‘আমাদের কোনো সমস্যা ছিল না। ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ভারতে সমস্যা সমাধান হওয়ায় আমদানি-রপ্তানি বাণিজ্য আবার সচল হয়েছে।’