বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইলিশ নেই মোকামে

  •    
  • ১২ আগস্ট, ২০২১ ২১:২৬

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (হিলশা) ড. বিমল চন্দ্র দাস বলেন, ‘বর্তমানে মাছ কম ধরা পড়ছে এই অঞ্চলে। সাগরের কিছু মাছ আসা শুরু করেছে। কয়েক দিনের মধ্যে অনেক মাছ ধরা পড়বে বলে আশা করি। এর মধ্যে পূর্ণিমার জো এলে জেলেদের আর কষ্ট থাকবে না।’

কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না নদী ও সাগরে। যা আসছে, তা বিক্রি হচ্ছে চড়া দামে। এরই মধ্যে ইলিশসংকটে পড়েছে বরিশালের মোকামগুলো। ইলিশের ভরা মৌসুমে প্রাণচাঞ্চল্য নেই মোকামে। অলস সময় পার করছেন শ্রমিকরা।

ইলিশের জোগান না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন বরিশালের ব্যবসায়ীরা। মৎস্য কর্মকর্তারা বলছেন, শিগগিরই ইলিশ আসবে। টার্গেটও পূরণ হবে বলে আশা করেছেন তারা।

বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা গেছে ইলিশের তীব্র সংকট। ইলিশ নয়, বাজার অন্য মাছের দখলে। যেখানে এ সময়ে প্রচুর মাছ আসার কথা, সেখানে অল্প পরিমাণে মাছ দিয়ে চলছে বাজার। দামও বেশ চড়া।

পোর্ট রোডের ইলিশ ব্যবসায়ী ইমতিয়াজ বলেন, নদীর ইলিশ নেই বাজারে। সাগরের ইলিশ যা বাজারে রয়েছে, দাম অনেক বেশি।

অভি নামের এক ব্যবসায়ী বলেন, ‘আমার আড়তে রয়েছে সাগরের ইলিশ, তাও খুব কম। সকালে সাত-আটটি বোট এসেছিল সাগর থেকে। যেখানে এক একটি বোটে ইলিশ থাকার কথা ৬০ থেকে ৬৫ মণ, সেখানে ৮ থেকে ১০ মণ আসছে। ইলিশ কম বলে দাম বেশি। যা অনেক ক্রেতাই কিনতে পারছেন না।

‘৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের সাগরের যে ইলিশ রয়েছে, তা মণপ্রতি বিক্রি হচ্ছে ৪৫ হাজার টাকায়। একই ওজনের নদীর ইলিশের দাম মণ ৫০ হাজার টাকা। এক কেজি ওজনের নদীর ইলিশের মণ ৫৬ হাজার টাকা।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (হিলশা) ড. বিমল চন্দ্র দাস বলেন, ‘বর্তমানে মাছ কম ধরা পড়ছে এই অঞ্চলে। সাগরের কিছু মাছ আসা শুরু করেছে। কয়েক দিনের মধ্যে অনেক মাছ ধরা পড়বে বলে আশা করি। এর মধ্যে পূর্ণিমার জো এলে জেলেদের আর কষ্ট থাকবে না।’

এ বিভাগের আরো খবর