বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিদেশে হিসাব পরিচালনা করতে পারবে ঠিকাদারি প্রতিষ্ঠান

  •    
  • ২৭ জুলাই, ২০২১ ২২:০০

সার্কুলারে বলা হয়েছে, দেশের বাইরে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান বিদেশে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে। প্রকল্প থেকে অর্জিত আয় পরিচালিত হিসাবে জমা করতে পারবে। প্রকল্প বাস্তবায়নের জন্য বিদেশ থেকে স্বল্পমেয়াদী ঋণও উক্ত হিসাবে জমা করা যাবে। তবে ঋণ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো জামানত নেয়া যাবে না।

দেশের বাইরে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে হিসাব পরিচালনা করতে পারবে বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান। বিদেশে প্রকল্প বাস্তবায়নের সুবিধার্থে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট দেশে অংশীদারের সঙ্গে যৌথভাবে ব্যাংক হিসাব পরিচালনার সাধারণ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের বাইরে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান বিদেশে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে। প্রকল্প থেকে অর্জিত আয় পরিচালিত হিসাবে জমা করতে পারবে। প্রকল্প বাস্তবায়নের জন্য বিদেশ থেকে স্বল্পমেয়াদী ঋণও উক্ত হিসাবে জমা করা যাবে। তবে ঋণ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো জামানত নেয়া যাবে না। বিদেশে পরিচালিত হিসাবের স্থিতি দিয়ে প্রয়োজনীয় প্রকল্প ব্যয় পরিশোধ নিষ্পত্তি করা যাবে।

এতে আরও বলা হয়, ঠিকাদারি প্রতিষ্ঠানকে ত্রৈমাসিক ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি ও ব্যাংক হিসাব বিবরণী সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় দাখিল করতে হবে। প্রকল্পের কাজ শেষের এক মাসের মধ্যে অর্জিত আয় দেশে নিয়ে আসার আবশ্যকতা রাখা হয়েছে। তবে প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী নির্দিষ্ট পরিমাণ অর্থ কোনো নির্ধারিত সময়ের জন্য সংরক্ষণ করার প্রয়োজন হলে সেটি করা যাবে।

সার্কুলারে বলা হয়, বিদেশে যৌথ হিসাব পরিচালনা কার্যক্রম সম্ভব না হলে চুক্তির শর্তানুযায়ী প্রকল্প বাস্তবায়নকারী দেশে এজেন্টের মাধ্যমে এসক্রো হিসাব পরিচালনা করা যাবে। বিদেশ থেকে প্রাপ্ত অর্থের প্রযোজ্য অংশ ইআরকিউ হিসাবে জমা করা যাবে।

এছাড়া প্রাপ্ত আয়ের ওপর প্রযোজ্য কর কর্তন ও জমা দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে সার্কুলারে।

এই নির্দেশনার ফলে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে হিসাব পরিচালনার সুযোগ পাবে। এতে বিদেশের হিসাবের ওপর তার অধিকার প্রতিষ্ঠাসহ অর্জিত আয় সহজে দেশে আনতে পারবে।

এ বিভাগের আরো খবর