বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নগদ টাকার চাহিদা, নতুন টাকায় আগ্রহ কম

  •    
  • ১৯ জুলাই, ২০২১ ২১:২১

রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিল এলাকা ঘুরে দেখা গেছে, সোমবার টাকা তুলতে ব্যাংকে ভিড় করেন অসংখ্য গ্রাহক। ব্যাংক খোলার আগেই দেখা গেছে দীর্ঘ লাইন। ফলে ব্যাংকের শাখার বাইরে চলে আসে গ্রাহকের সারি। তবে টাকা জমা দেয়ার চেয়ে উত্তোলনের চাপই বেশি। তবে ব্যাংকে গ্রাহকের টাকা তোলার চাপ বাড়লেও নগদ টাকার কোনো সংকট নেই বলে জানান ব্যাংক কর্মকর্তারা।

ঈদের আগে সোমবার ছিল ব্যাংক লেনদেনের শেষ দিন। নগদ টাকার জন্য ব্যাংকগুলোতে ছিল উপচে পড়া ভিড়। সব ব্যাংকেই ছিল বাড়তি চাপ। এটিএম বুথেও ছিল লম্বা লাইন।

রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিল এলাকা ঘুরে দেখা গেছে, সোমবার টাকা তুলতে ব্যাংকে ভিড় করেন অসংখ্য গ্রাহক। ব্যাংক খোলার আগেই দেখা গেছে দীর্ঘ লাইন। ফলে ব্যাংকের শাখার বাইরে চলে আসে গ্রাহকের সারি। তবে টাকা জমা দেয়ার চেয়ে উত্তোলনের চাপই বেশি। তবে ব্যাংকে গ্রাহকের টাকা তোলার চাপ বাড়লেও নগদ টাকার কোনো সংকট নেই বলে জানান ব্যাংক কর্মকর্তারা।

নগদ টাকার চাহিদা থাকলেও নতুন টাকায় গ্রাহকের আগ্রহ ছিল কম।

সোনালী ব্যাংক লোকাল অফিসে দেখা গেছে, প্রতিটি কাউন্টারের সামনে গ্রাহকের দীর্ঘ সারি। কেউ ক্রেডিট কার্ডের বিল দিচ্ছেন৷ কেউবা দিচ্ছেন বিদুৎ, গ্যাসের বিল। আবার কেউ কেউ নগদ টাকা তুলে রাখছেন। কেউ এসেছেন সঞ্চয়পত্রের টাকা তুলতে।

পোশাক কারখানায় কর্মরত রফিকুল ইসলাম জানান, একটি পে অর্ডার তুলতে এক ঘণ্টার উপরে সময় লেগেছে। কারণ অনেকে টাকা তুলছেন, সিরিয়াল বেশি ছিল।

মতিঝিল সোনালী ব্যাংকের লোকাল অফিসের জেনারেল ম্যানেজার মো. আব্দুল ওয়াহাব জানান, ‘লেনদেনের শুরু থকেই গ্রাহকের অনেক ভিড়। স্বাভাবিকের তুলনায় লেনদেন প্রায় ৩/৪ গুণ বেড়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই নগদ টাকা তোলার চাপ। লোকজন ঈদে বাড়ি যাচ্ছে, সে কারণেই হয়তো নগদের ওপর চাপ বেশি। যথাসম্ভব করোনার যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন করে আমরা সেবা দিচ্ছি।

রূপালী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মাদ এহতেশামুজ্জামান বলেন, ঈদের আগে শেষ কর্মদিবসে সব সময় গ্রাহকের ভিড় থাকে। গ্রাহকের বেশিরভাগই টাকা তুলছে। তবে নগদ টাকার কোনো সংকট নেই।

ভিড় থাকলেও ব্যাংকে স্বাস্থ্য সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার ও তাপমাত্রা মাপতে থার্মাল স্ক্যানার ব্যবহার করা হচ্ছে। মাস্ক ছাড়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার না করিয়ে কাউকেই ভেতরে ঢুকতে দেয়া হয়নি।

সরকারি ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বেসরকারি ব্যাংকের ক্যাশ ও জমা কাউন্টারের সামনে লম্বা লাইন দেখা গেছে।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের কর্মকর্তা আসাদুল্লাহিল গালিব বলেন, লোকাল অফিসে অন্যদিনের তুলনায় গ্রাহক উপস্থিতি ছিল দ্বিগুণ। অধিকাংশ গ্রাহকই টাকা তুলছেন, জমা দেয়ার হার কম।

নতুন টাকায় আগ্রহ কম

ঈদ এলেই নতুন টাকার চাহিদা বাড়ে। এ জন্য বাংলাদেশ ব্যাংকও নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নেয়। তবে এবার ঈদেও নতুন টাকার তেমন চাহিদা দেখা যাচ্ছে না।

প্রতি ঈদের মতো এবারও ব্যাংকগুলোকে নতুন টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে করোনার কারণে আগের মতো আয়োজন করে সাধারণ জনগণকে টাকা দিচ্ছে না। ব্যাংকগুলো নতুন টাকা বিনিময়ের জন্য কোনো ঘোষণা দেয়নি। গত ঈদের (ঈদুল ফিতর) মতো এবারও নতুন টাকার জন্য নির্দিষ্ট বুথ রাখেনি কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকদের জন্য ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হচ্ছে এসব টাকা।

তবে ব্যাংকগুলো তাদের পরিচিত গ্রাহকদের নতুন টাকা দিচ্ছে। পাশাপাশি ব্যাংক কর্মকর্তারা নিজের ও পরিবারের সদস্যদের জন্য নতুন টাকা সংগ্রহ করছেন।

বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা জানান, এবার বাড়িতে গেলে ফিরতে হবে ঈদের পরদিনই। এজন্য অনেকেই শহরে থেকে যাচ্ছেন। সাধারণত গ্রামে গেলে নতুন টাকা তারা সঙ্গে করে নিয়ে যান ঈদ সালামি দেয়ার জন্য। আর কোরবানি ঈদে সব সময়ই নতুন টাকার চাহিদা একটু কম থাকে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের সামনে নতুন টাকা বিক্রেতাদেরও অলস সময় পার করেত দেখা গেছে। তারা বলেন, আগে যেমন টাকা বিক্রি হতো, এখন তেমন হচ্ছে না।

৩০ হাজার কোটি টাকার বেশি নতুন নোট প্রস্তুত রাখা হয়েছে। নতুন নোটের মধ্যে রয়েছে দুই, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার। প্রতিদিনই চাহিদার আলোকে ব্যাংকগুলোকে সরবরাহ করা হচ্ছে নতুন নোট। এর আগে গত ঈদুল ফিতর উপলক্ষে ১৪ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

পশুর হাটসংলগ্ন ও পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা মঙ্গলবার

রাজধানীতে কোরবানির পশু কেনাবেচার টাকা তোলা ও জমার সুবিধার্থে পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখাগুলো ২০ জুলাই মঙ্গলবার খোলা থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর সন্ধ্যা ৬টার পর থেকে রাত ৮টা পর্যন্ত সান্ধ্য ব্যাংকিং চালাতেও নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রি এবং পোশাক কারখানায় কর্মরত শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার জন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলোতে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে। লেনদেনের পরে আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

এ বিভাগের আরো খবর