চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ট্রেনে কোরবানির পশু পরিবহন শুরু হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাটেল স্পেশাল ট্রেন উদ্বোধন করেন সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল।
ট্রেনটি ভোররাত পৌনে ৪টার দিকে রাজধানীর কমলাপুর স্টেশনে পৌঁছার কথা।
প্রথম দিন ৮৩টি গরু-ছাগল নিয়ে ক্যাটেল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ ছাড়ে। চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটের বিভিন্ন স্টেশন থেকে ট্রেনে আরও গরু-ছাগল তোলা হবে।
সামিল উদ্দিন বলেন, ‘ট্রেনে গরু-ছাগলকে পানি, খড় খাওয়ানোর সুযোগ রয়েছে। যা ট্রাকে হতো না। এবার ট্রেনের মাধ্যমে আম পরিবহনে এখানকার চাষি ও ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে। কৃষি বিভাগ সারা বছরই ট্রেনে কৃষিপণ্য পরিবহনের দাবি জানিয়েছেন।’তিনি বলেন, সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে সমীক্ষার কাজ শেষ হয়েছে। শিগগিরই সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত ট্রেন পৌঁছাবে। এতে ট্রেনের মাধ্যমে পণ্য পরিবহনের পরিসর আরও বাড়বে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমানসহ অনেকে।চাঁপাইনবাবগঞ্জের স্টেশনমাস্টার ওবাইদুল্লাহ জানান, প্রথম দিন ৭৭টি গরু ও ৬টি ছাগল নিয়ে কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ক্যাটেল স্পেশাল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে গেছে। ৫৯২ টাকায় গরু ও ২৯৬ টাকায় ছাগল পরিবহনের সুযোগ পাচ্ছেন খামারি ও ব্যবসায়ীরা।
ক্যাটেল ট্রেন আরও দুই দিন চলবে বলেও জানান স্টেশনমাস্টার।