বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কপাল খুলল হাঁড়িভাঙ্গা আম চাষিদের

  •    
  • ৮ জুলাই, ২০২১ ২১:৪৮

রংপুরের বাইরের পাইকার, মৌসুমী ব্যবসায়ী, খুচরা বিক্রেতা এবং আড়ৎদার না আসায় আম নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন চাষিরা। প্রশাসনের কঠোর নজরদারিতে লকডাউনে বাঁধাহীনভাবে আম পরিবহন করতে পারায় সেই সংকট কেটে গেছে।

বাজারে আনুষ্ঠানিকভাবে হাঁড়িভাঙ্গা আম এসেছে গত মাসের ২০ জুন। এবার শুরু থেকেই আমের দাম নিয়ে বেশ খুশি ছিল চাষি এবং মৌসুমী আম ব্যবসায়ীরা। কিন্তু সেই খুশিতে ছাই ফেলে লকডাউন।

রংপুরের বাইরের পাইকার, মৌসুমী ব্যবসায়ী, খুচরা বিক্রেতা এবং আড়ৎদার না আসায় আম নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন চাষিরা। প্রশাসনের কঠোর নজরদারিতে লকডাউনে বাঁধাহীনভাবে আম পরিবহন করতে পারায় সেই সংকট কেটে গেছে।

গত দুদিন থেকে চট্রগ্রাম থেকে আম কিনতে বড় বড় ট্রাক আসতে শুরু করায় দামটাও বাড়তে শুরু করেছে, জানিয়েছেন চাষিরা।

মৌসুমী আম ব্যবসায়ী সাজেদুর রহমান রেদওয়ান বলেন, ‘আমরা কয়েক বন্ধু মিলে দশ লাখ টাকায় কয়েকটি বাগান কিনেছিলাম। শুরু থেকেই অনলাইনে অর্ডার নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আম পাঠাতাম। দামও ছিল সন্তোষজনক। কিন্তু ১ জুলাই লকডাউন শুরু হওয়ায় অর্ডার বন্ধ হয়ে যায়। আম পেকে নষ্ট হবার উপক্রম। তখন পানির দরে আমি বিক্রি করেছি।’

তিনি আরও বলেন, ‘পাকা আম মাত্র ৬’শ থেকে ৮’শ টাকা দরে বিক্রি করেছি। আর কাঁচা আম( ভালো মানের) ছিল ১৩’শ থেকে ১৫’শ টাকা। যেটার দাম হবার কথা ছিল সাড়ে তিন হাজার টাকা। এখন পাইকাররা আসতে শুরু করেছে। তাই দামটাও বেড়েছে।’

আম চাষি আশরাফুল ইসলাম জানান, এখন কিছুটা দম নিতে পারছি। আমরা যারা বাগান মালিক, বাগান কিনে রেখেছিলাম তারা লোকসানের মুখে পড়েছিলাম। এখন বিভিন্ন জায়গা থেকে পাইকার আসছে, সে কারণে দাম বাড়ছে।

বৃহস্পতিবার মিঠাপুকুরের পদাগঞ্জ গিয়ে জানা গেছে, কাঁচা আম (সর্বোচ্চ ভালো) এখন বাজারে ২৪’শ টাকা প্রতি মন, মাঝারি ১৬’শ থেকে ২ হাজার, ছোট সাইজের ১২’শ থেকে ১৬’শ টাকা। পাকা আম (বড় সাইজ) ১১’শ থেকে ১২’শ টাকা। মাঝারি ৮’শ থেকে এক হাজার টাকা। এছাড়া প্রকারভেদে দাম রয়েছে।

রংপুর কৃষি বিপনন বিভাগের উপ-পরিচালক আনোয়ার হোসেন জানান, লকডাউনে আমের গাড়ি যেন কোথায় হয়রানি বা আটক না হয় সে বিষয়টি আমরা নিশ্চিত করেছি। তাছাড়া আমরা স্বাক্ষরিত স্টিকার ব্যবহার করতে দিয়েছি। এ কারণে আম পরিবহনের গাড়ি কেউ আটক করছে না।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান জানিয়েছেন, আমের গাড়ি কোনো ধরণের বাধা ছাড়া যাতায়াত করতে পারছে, পারবে। কোনো প্রতিবন্ধকতার খবর নেই আমাদের কাছে।

এ বিভাগের আরো খবর