বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বৃহস্পতিবার থেকে ব্যাংকে লেনদেন আড়াইটা পর্যন্ত

  •    
  • ৬ জুলাই, ২০২১ ১৮:০৬

বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, ৮ থেকে ১৪ জুলাই সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে । তবে ব্যাংক খোলা থাকবে চারটা পর্যন্ত। বাকি দেড় ঘণ্টা ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে।

চলমান শাটডাউনে ব্যাংকের লেনদেনের সময়সীমা এক ঘণ্টা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার থেকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগের নির্দেশনার মতোই শাটডাউনে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের পাশাপাশি রোববারও ব্যাংকের সব কার্যক্রম বন্ধ থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার দেশজুড়ে এক সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করে সরকার, যা সব মহলে পরিচিতি পেয়েছে শাটডাউন নামে। অবস্থার অবনতি হওয়ায় চলমান শাটডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে।

শাটডাউনের নির্দেশনা বলা হয়েছে, জরুরি সেবা ছাড়া বাকি সব প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। অপ্রয়োজনে কেউ বাইরে বের হলে নেয়া হবে আইনানুগ ব্যবস্থা।

জরুরি সেবার আওতায় শাটডাউনে সীমিত পরিসরে ব্যাংক লেনদেন চলছে। তবে শাটডাউনের মধ্যে এ পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়েছে মাত্র দুই দিন- সোম ও মঙ্গলবার। দুই দিনই ব্যাংক লেনদেন চলেছে সাড়ে তিন ঘণ্টা। এমনটা চলবে বুধবার পর্যন্ত।

এত অল্প সময়ে ব্যাংক লেনদেনে গ্রাহক ভোগান্তি হচ্ছে। লেনদেনের সময়সীমা আরও এক ঘণ্টা বাড়ানোয় এই ভোগান্তি কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, ৮ থেকে ১৪ জুলাই সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে । তবে ব্যাংক খোলা থাকবে চারটা পর্যন্ত। বাকি দেড় ঘণ্টা ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে।

৩০ জুন জারি করা নির্দেশনা ছাড়াও ব্যাংকের বিভিন্ন বিভাগ বা শাখা সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে ব্যাংকগুলো তাদের নিজস্ব বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে।

এ ছাড়া ৩০ জুন জারি করা সার্কুলারের অন্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

এ বিভাগের আরো খবর