করোনা মহামারির মধ্যে বিশ্ব অর্থনীতিতে যখন ধস নেমেছে, ঠিক সেই সময় উল্টো চিত্র দেখা গেল দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলায়।
প্রতিষ্ঠার ৭০ বছরে অতীতের সব রেকর্ড ভেঙে ২০২০-২১ অর্থবছরে রেকর্ড ৯৭০টি বাণিজ্যিক জাহাজ আসে এ বন্দরে। যেখানে গত অর্থবছরে বন্দরে জাহাজ ভিড়ে ছিল ৯১২টি। এ সময় মোংলা বন্দরে রেকর্ড পরিমাণ পণ্য হ্যান্ডলিংও (ওঠানামা) হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা রোববার দুপুরে বন্দরের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, ২০২০-২১ অর্থবছরে ১১৯ দশমিক ৪৫ শতাংশ পণ্য খালাস হয়েছে। এ সময় আয় হয়েছে ৩৪০ কোটি টাকা। এ থেকে বন্দর নিট মুনাফা আয় করে ১৩০ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৯ কোটি টাকা বেশি।
করোনায় বন্দরে ৯টি মেগা প্রকল্পের কাজ চলছে। বন্দর উন্নয়নে মাস্টার প্ল্যান তৈরির কাজ চলমান। এটি বাস্তবায়ন হলে মোংলা বন্দর দেশের অর্থনীতি ও আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে।
একই সঙ্গে চলতি অর্থবছরে এই বন্দরে এক হাজারেরও অধিক জাহাজ আসাসহ ৩৬০ কোটি টাকা রাজস্ব আদায়ের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল বলেন, ‘২০২০-২১ অর্থবছরে বন্দরে আসা পণ্যের মধ্যে ৪৩ হাজার ৯৫৯টি ইইউজ কনটেইনার হ্যান্ডলিং হয়। ১৪ হাজার ৪৭৪টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়।
এসব গাড়ির ৪০ শতাংশ খালাসও হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম আবদুল ওয়াদুদ তরফদার, পরিচালক (প্রশাসন) শাহিনুর আলম, হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন, প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, পরিকল্পনা প্রধান জহিরুল হক, পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, উপপ্রধান প্রকৌশলী মাহাবুবুর রহমান মিনা ও বন্দর চেয়ারম্যানের একান্ত সচিব নিয়ামুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।