বিদেশ ফেরত ও বিদেশগামীদের জন্য ঢাকা থেকে দেশের পাঁচটি অভ্যন্তরীণ বিমানবন্দরে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইনস।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপাতত ৭ জুলাই পর্যন্ত ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
ঢাকা থেকে প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট, দুপুর ২টা ৫০ মিনিট ও বিকাল ৫টা ৩০ মিনিটে চট্টগ্রামে, আর সকাল ১১টা ৫০মিনিট, বিকাল ৪টা ১০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফ্লাইট চালানো হবে।
ঢাকা থেকে সিলেট, সৈয়দপুর ও কক্সবাজারে দুপুর ১টায়, যশোরে দুপুর ১২টা ৩০ মিনিটে ফ্লাইট চালানো হবে। ফিরতি ফ্লাইট পাওয়া যাবে সিলেট থেকে দুপুর ২টা ২০ মিনিটে, যশোর থেকে দুপুর ১টা ৪০ মিনিটে এবং সৈয়দপুর ও কক্সবাজার থেকে দুপুর ২টা ৪০ মিনিটে।
আন্তর্জাতিক টিকিটধারী যাত্রীদের ঢাকায় আসার সুযোগ দিতে অভ্যন্তরীণ রুটে দেশি এয়ারলাইনসগুলোকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
যেসব যাত্রীর আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট রয়েছে, তাদের জন্য অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালাতে পারবে তিন দেশি অপারেটর বিমান বাংলাদেশ এয়ারলাইনস, নভো এয়ার এবং ইউএস বাংলা।
বিদেশ থেকে আসা যাত্রীরাও এই ফ্লাইট ব্যবহার করতে পারবেন। তবে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট ছাড়া অন্যদের পরিবহন করা যাবে না।
অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ক্রু এবং যাত্রীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।
দেশে করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে সারা দেশে সাত দিনের শাটডাউন চলছে। এই বিধিনিষেধের মধ্যে অন্যান্য গণপরিবহনের মতো বন্ধ রাখা হয় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল। তবে আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্বাভাবিক রয়েছে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার প্রথমে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নানা বিধিনিষেধ আরোপ করে। সেই সময় থেকেই অন্যান্য আন্তজেলা পরিবহনগুলোর মতো বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল।