বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেনাপোলে রাজস্ব বেড়েছে দেড় হাজার কোটি টাকা

  •    
  • ২ জুলাই, ২০২১ ২৩:২১

বেনাপোল বন্দরে ২০২০-২০২১ অর্থবছরে ৬ হাজার ১০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য মাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪ হাজার ১৪৮.২৭ কোটি টাকা। যা ২০১৯-২০২০ অর্থবছরের তুলনায় এক হাজার ৫১২.৫০ কোটি টাকা।

বেনাপোল স্থলবন্দরে ২০২০-২০২১ অর্থবছরে লক্ষমাত্রা পূরণ না হলেও রাজস্ব আদায় এক হাজার ৫১২ কোটি টাকা বেড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান।

তিনি জানান, বেনাপোল স্থলবন্দরে ২০২০-২০২১ অর্থবছরে ৬ হাজার ১০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য মাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪ হাজার ১৪৮.২৭ কোটি টাকা। যা ২০১৯-২০২০ অর্থবছরের তুলনায় এক হাজার ৫১২.৫০ কোটি টাকা বেশি।

তবে লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ৯৫১.৭৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে কম।

এদিকে ২০১৯-২০২০ অর্থবছরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ছিল ৫৫৬৩.৫৯ কোটি টাকা। তার বিপরীতে আদায় হয়েছিল ২৬৩৫.৭৭ কোটি টাকা। রাজস্ব ঘাটতি ছিল ২ হাজার ৯২৭.৮২ কোটি টাকা।

বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ভারতের পেট্রাপোল বন্দরের কালিতলা পার্কিং বাণিজ্যের কারণে ব্যবসায়ীদের লোকসানে পড়তে হয়। তবে বেনাপোল-পেট্রোপোল বন্দরে মধ্যে সড়কপথের পাশাপাশি এখন রেলপথেও আমদানি বেড়েছে।

এরই মধ্যে এ বন্দরে রেলপথের অবকাঠামো উন্নয়ন শুরু হয়েছে। উন্নয়ন কাজ শেষ হলে এ বন্দর দিয়ে রেলপথে আমদানি আরও বাড়বে।

বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সহসভাপতি খায়রুজ্জামান মধু বলেন, দেশের স্থলপথে পণ্য আমদানি- রপ্তানি বাণিজ্যের বেশিরভাগ আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। বর্তমানে করোনার কারণে উচ্চ শুল্ক হারের পণ্য আমদানি কমে গেছে। তবে চাহিদা অনুপাতে বেনাপোল বন্দরের অবকাঠামো উন্নয়ন হলে দ্বিগুণ রাজস্ব আদায় হবে ।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, দেশে করোনা সংক্রমণ রোধে কয়েক মাস বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়। অর্থনীতির চাকা সচল রাখতে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি সচল করা হয়।

তিনি আরও জানান, করোনার মধ্যে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাড়লেও উচ্চ শুল্কহারের পণ্য কম এসেছে। তবে তারা ব্যবসায়ীদের সুবিধা বাড়ানোর জন্য কাজ করছেন।

এ বিভাগের আরো খবর