শ্রম মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে প্রায় পাঁচ কোটি ১১ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস (বিএসআরএম) এবং মোবাইল অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ।
সোমবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে এ টাকার চেক তুলে দেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা ।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত তাদের ২০১৯-২০ অর্থবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৩ কোটি ৫ লাখ ৯৬ হাজার ১৭৪ টাকা এবং ইডটকোর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইন তাদের গত অর্থ বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ২ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৫৪৭ টাকার চেক তহবিলে জমাা দিয়েছে।
শ্রম আইনের বিধান অনুযায়ী, কোনো কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিতে হয়।
এই বিধান অনুযায়ী, শ্রমিক কল্যান তহবিলে দুই প্রতিষ্ঠান মোট ৫ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৭২১ টাকা জমা দিয়েছে।
দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে দুই শতাধিক কোম্পানি এ কল্যাণ তহবিলে নিয়মিত লভ্যাংশ জমা দিচ্ছে। এতে তহবিলে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৫৭ কোটি টাকা। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় ১৪ হাজার শ্রমিককে প্রায় ৫০ কোটি টাকা সহায়তা দেয়া হয়েছে।
সোমবারের চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক জেবুন্নেছা করিম, ইডটকোর কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর ইসরাত জাহান, পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সাব্বির আহমেদ এবং বিএসআরএমের ম্যানেজার (আইআর) মো. ইসমাইল উপস্থিত ছিলেন।