ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ।
প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব কারখানায় তৈরি অক্সিজেন নিজেরাই সিলিন্ডারে ভরে পৌঁছে দিচ্ছে হাসপাতালগুলোতে। জরুরি প্রয়োজনে অক্সিজেন পৌঁছে দিতে একটি হটলাইন সেবাও চালু করা হয়েছে।
যখন যে হাসপাতালের অক্সিজেন প্রয়োজন, হটলাইন নম্বরে ফোন দিলেই সেখানে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
গত বছরের মার্চে দেশে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি।
করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতাল ও জনসাধারণের জন্য বিনামূল্যে অক্সিজেনের সরবরাহও বাড়িয়েছে আবুল খায়ের গ্রুপ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ২৬০ টন উৎপাদনক্ষমতার দেশের বৃহত্তম এই অক্সিজেন প্ল্যান্ট থেকে এ পর্যন্ত বিনামূল্যে রিফিল করে দেয়া হয়েছে ১৮ হাজারেরও বেশি সিলিন্ডার।
কর্মকর্তারা বলছেন, বাড়তি চাহিদা মেটাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন তারা। আগে হাসপাতালগুলোতে প্রতিদিন ৭ টন তরল অক্সিজেন দেয়ার সক্ষমতা প্রতিষ্ঠানটির থাকলেও, এখন তা বাড়িয়ে করা হয়েছে ২৭ টন। আর প্রতিদিন রিফিল করা হচ্ছে ৫০০ সিলিন্ডার।
আবুল খায়ের গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘আমাদের মজুদ অক্সিজেন দিয়ে সারাদেশে এক মাসের চাহিদা পূরণ করা সম্ভব। করোনাক্রান্ত রোগীদের অক্সিজেনের ঘাটতি হওয়ার কোনো আশঙ্কা নেই। যখন যে হাসপাতালের প্রয়োজন হবে, ফোন করলেই আমরা নিজেদের উদ্যোগে পৌঁছে দেব।’
আবুল খায়ের অক্সিজেন প্ল্যান্টের মহাব্যবস্থাপক এ কে এম নজরুল ইসলাম বলেন, ‘দেশে কোভিড ১৯ চিকিৎসায় অক্সিজেন সংকট নিরসনে নিজস্ব উৎপাদন ব্যবস্থা উন্মুক্ত করে দেয়ার যে প্রতিশ্রুতি আবুল খায়ের গ্রুপ দিয়েছিল, সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন করে চলেছি আমরা। যতদিন দেশে করোনা থাকবে, অক্সিজেনের প্রয়োজন হবে, ততদিন আমরা হাসপাতালগুলোকে অক্সিজেন সরবরাহ করে যাব।’
আবুল খায়ের অক্সিজেন প্ল্যান্টের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে এ পর্যন্ত আমরা বিভিন্ন হাসপাতাল ও ব্যক্তি পর্যায়ে ১৮ হাজারের বেশি অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে রিফিল করে দিয়েছি। প্রতিটি ১০-২২ হাজার টাকা দামের ৫ হাজারের বেশি অক্সিজেন সিলিন্ডার গ্যাসসহ বিভিন্ন হাসপাতাল ও করোনা আইসোলেশন সেন্টারকে অনুদান দিয়েছি।’
বিনামূল্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ও রিফিলের পাশাপাশি আবুল খায়ের গ্রুপ এ পর্যন্ত সারা দেশে ২০টি হাসপাতালে নিজস্ব খরচে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও তৈরি করে দিয়েছে বলে জানান কর্মকর্তারা।