জনস্বাস্থ্য ঝুঁকি এড়াতে বাজেট সংশোধন করে কমদামি সিগারেট ও তামাকজাত পণ্যের দাম বাড়ানোসহ সুনির্দিষ্ট করা আরোপের দাবি জানিয়েছে গণমাধ্যমকর্মীদের তামাকবিরোধী সংগঠন অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)।
বৃহস্পতিবার এক ভার্চুয়াল সভায় সংগঠনের নেতারা দাবি করেন, ২০২১-২২ অর্থবছরের বাজেটে সিগারেট ও তামাকপণ্যে যে কর প্রস্তাব করা হয়েছে, তা কার্যকর হলে সব ধরনের তামাকপণ্য আরও সহজলভ্য হবে। এতে করে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকের ব্যবহার বাড়বে, যা জনস্বাস্থের জন্য হুমকি।
৩ জুন জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে শুধু অতি দামি প্রিমিয়ার ও উচ্চস্তর সিগারেটের ট্যারিফ খুব সামান্য বাড়লেও বেশির ভাগ সিগারেট ও তামাকের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
৩০ জুন নতুন অর্থবছরের বাজেটে পাশ হবে। এর আগেই নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের ট্যারিফ মূল্য ও শুল্ক বাড়িয়ে সেটি সংশোধনের দাবি করেছে আত্মা ।
বেসরকারি সংগঠন প্রজ্ঞা ও আত্মার এক সমীক্ষায় বলা হয়েছে, দেশের ৮০ শতাংশ ভোক্তা কম দামি অর্থাৎ নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট খান।
সংগঠন দুটি বলছে, সত্যিকার অর্থে ধূমপানকে নিরুৎসাহিত করতে চাইলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত বাংলাদেশ গড়তে চাইলে ভোক্তা বেশি খায় এমন কম দামি সিগারেটের ওপর বেশি হারে শুল্ক আরোপ করতে হবে। তা না হলে সরকারের লক্ষ্য অর্জিত হবে না।
বৃহস্পতিবারের আলোচনা সভায় সঞ্চালনা করেন আত্মার যুগ্ম আহ্বায়ক নাদিরা কিরণ।
বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম।
অতিথি আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের লিড পলিসি অ্যাডভাইজর মো. মোস্তাফিজুর রহমান এবং প্রজ্ঞার হেড অব প্রোগ্রাম হাসান শাহরিয়ার।
বাজেট সংশোধনের প্রস্তাবসমূহ
সভায় আত্মার পক্ষ থেকে ২০২১-২২ সালের সংশোধিত বাজেটে অন্তর্ভুক্ত করার জন্য নিচের প্রস্তাবগুলো তুলে ধরা হয়।
এগুলো হলো-
১। সিগারেটের সকল ব্র্যান্ডে অভিন্ন করভারসহ (সম্পূরক শুল্কও খুচরা মূল্যের ওপর ৬৫ শতাংশ) মূল্যস্তরভিত্তিক সুনির্দিষ্ট কর আরোপ করা।
২। প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য নিম্নস্তরে ৫০ টাকা, মধ্যম স্তরে ৭০ টাকা, উচ্চস্তরে ১১০ টাকা এবং প্রিমিয়াম স্তরে ১৪০ টাকা নির্ধারণ করে যথাক্রমে ৩২.৫০ টাকা, ৪৫.৫০ টাকা, ৭১.৫০ টাকা এবং ৯১ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা।
৩। ফিল্টারবিহীন ২৫ শলাকা বিড়ির খুচরা মূল্য ২৫ টাকা নির্ধারণ করে (৪৫%) সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা।
৪। প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৪৫ টাকা নির্ধারণ করে ২৭ টাকা সুনির্দিষ্ট কর এবং ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ এবং প্রতি ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ২৫ টাকা নির্ধারণ করে ১৫ টাকা কর আরোপ এবং ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা।