বিশেষায়িত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দেক-উল-আলমের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।
অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
তাতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা মোতাবেক আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সদ্য অবসরে যাওয়া মোসাদ্দেক-উল-আলমের অবসর উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে এবং রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ বা পদোন্নতি ও পদায়ন বিষয়ক নীতিমালা ২০১৯ এর ৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী তাকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।
২০১৯ সালের ১৪ নভেম্বর মোসাদ্দেক-উল-আলম আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে এমডি হিসাবে যোগ দিয়েছিলেন। কয়েক দিন আগে পিআরএলে যান।
এই ব্যাংকে এমডি হিসেবে পদোন্নতির পূর্বে তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে উপ ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি এবং ওয়াটা কেমিক্যাল লিমিটেডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ইসলামি ব্যাংক, রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি, গোল্ডেন সন লিমিটড, বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি, অ্যারোমা চা, ইসলামি ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
মোসাদ্দেক ১৯৮৫ সালের ১৩ আগস্ট তিনি সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি নেন।
আনসার-ভিডিপি ব্যাংক সরকার নিয়ন্ত্রিত একটি বিশেষায়িত ব্যাংক, যার কার্যক্রম শুরু হয় ১৯৯৬ সালের ১০ জানুয়ারী। প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকটি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়নে কাজ করে চলেছে।