মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর অন্তর্বর্তীকালীন অনুমোদনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করতে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে ডাক অধিদপ্তর।
মূলত ডাক বিভাগের সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে নগদ-কে পরিচালনার জন্যে সরকারের দিক থেকে প্রক্রিয়াগত কার্যক্রম চললেও এক্ষেত্রে আইন সংশোধনসহ প্রধানমন্ত্রীর অনুমোদনের মতো দীর্ঘ মেয়াদি বিষয় জড়িত। আর সে কারণে নগদ-এর সেবা পরিচালনা সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তির মেয়াদ ছয় মাস বৃদ্ধি করতে সম্প্রতি আবেদন করা হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সংক্রান্ত একটি বৈঠক করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
বিভাগের সচিব মো. আফজাল হোসনের সভাপতিত্বের বৈঠকেই সময় বৃদ্ধির জন্যে আবেদন করার সিদ্ধান্ত হয়।
বৈঠক সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোভিডের কারণে সরকারি সাধারণ ছুটি থাকা এবং সে কারণে বৈঠক করতে না পারার কারণেও সাবসিডিয়ারি কোম্পানি গঠনের কার্যক্রম শেষ করতে বাড়তি সময় লেগেছে।
সূত্র জানিয়েছে, সাবসিডিয়ারি কোম্পানি গঠনের জন্যে এরই মধ্যে মেমরেন্ডাম অব অ্যাসোশিয়েশন, আর্টিকেল অব অ্যাসোশিয়েশন এবং ভেন্ডর অ্যাগ্রিমেন্টের খসড়া তৈরি হলেও সেটি সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এর আগে বাংলাদেশ ব্যাংক নগদ পরিচালনার জন্য যে অন্তর্বর্তীকালীন অনুমোদন দেয় তার মেয়াদ ৩০ জুন শেষ হবে। সে ক্ষেত্রে নগদ-এর পরিচালন সংক্রান্ত কার্যক্রম স্বাভাবিক রাখা এবং পাঁচ কোটি গ্রাহকের সেবা অব্যহত রাখার জন্যেই বৈঠক থেকে সব সদস্যের মতামতের ভিত্তিতে বর্ধিত সময়ের জন্যে আবেদন করার সিদ্ধান্ত হয়।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিনের সই করা আবেদন বাংলাদেশ ব্যাংকে জমা পড়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক এ আবেদন পর্যালোচনা করবে। বিচার-বিবেচনা করে দেখবে তাদের আরও সময় দেয়া যায় কিনা।’
২০১৯ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হয় ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা ‘নগদ’| শুরু থেকেই উদ্ভাবনী ও সাশ্রয়ী সেবা নিয়ে বাজারে যাত্রা করা নগদ মাত্র দুই বছরের কিছু বেশি সময়ের মধ্যেই ৫ কোটির বেশি গ্রাহক পেয়ে গেছে।
সারাদেশে ১ লাখ ৫৫ হাজার এজেন্ট ও ২ লাখ ৩৮ হাজার উদ্যোক্তার মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলের ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষকে সেবা দিয়েছে ‘নগদ’।
এই সফলতার কারণে ‘বিশ্বখ্যাত কোম্পানিগুলো’ নগদ-এ বিনিয়োগ করতে আগ্রহী বলে জানাা গেছে।
বাংলাদেশের আর্থিক খাতে ইলেক্ট্রনিক কেওয়াইসি’র প্রচলন করা এবং মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে যে কোনো মোবাইল ফোন থেকে *১৬৭# ডায়াল করে মুহূর্তেই অ্যাকাউন্ট খোলার পদ্ধতির কারণে দ্রুত জনপ্রিয় হয়ে যায় সেবাটি।
বর্তমানে এমএফএস অপারেটরটি দৈনিক সাড়ে ৬০০ কোটি টাকার বেশি লেনদেন করছে।
এছাড়া কোভিড পরিস্থিতিতে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা এবং অন্যান্য সরকারি সহায়তা বিতরণও করা হয় নগদ-এর মাধ্যমে ।