বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাংক, বিমা, বস্ত্রে ধসে উজ্জ্বল মিউচ্যুয়াল ফান্ড

  •    
  • ২৩ জুন, ২০২১ ১৪:৪১

তিন প্রান্তিকেই যে পরিমাণ আয় করেছে বেশির ভাগ ফান্ড, সেই পরিমাণ আয় গত ১০ বছরের কোনো বছরেই করতে পারেনি ফান্ডগুলো। আবার ১ এপ্রিল থেকে চতুর্থ প্রান্তিকে সূচক বেড়েছে ৭৫০ পয়েন্টের বেশি। ফলে সহজেই অনুমান করা যায়, এই প্রান্তিকেও ব্যাপক আয় করবে তারা। ফলে এবার ইউনিট মূল্যের তুলনায় বেশ ভালো পরিমাণে লভ্যাংশ আসতে পারে বলে আশা করা হচ্ছে।

বিমা খাতের শেয়ার দর যেভাবে বেড়েছিল লাফিয়ে লাফিয়ে, সেভাবেই এখন দাম কমছে ধপাস করে। আকর্ষণীয় মুনাফা ও লভ্যাংশ ঘোষণা করেও দর ধরে রাখতে পারছে না ব্যাংক খাত। টানা উত্থানের পর পতন বস্ত্র খাতেও।

সব মিলিয়ে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে বড় পতন পুঁজিবাজারে। তবে এর মধ্যে ব্যতিক্রম একটি খাত। মিউচ্যুয়াল ফান্ডের যেগুলোর লেনদেন হয়েছে, দাম বেড়েছে তার প্রতিটির।

অর্থবছর শেষের আর পাঁচ কর্মদিবস বাকি। ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩০টি কী পরিমাণ লভ্যাংশ ঘোষণা করবে, তার হিসাব-নিকাশ শুরু হবে। তবে তৃতীয় প্রান্তিকের যে হিসাব প্রকাশ হয়েছে, তাতে সিংহভাগের আয় হয়েছে ব্যাপক।

তিন প্রান্তিকেই যে পরিমাণ আয় করেছে বেশির ভাগ ফান্ড, সেই পরিমাণ আয় গত ১০ বছরের কোনো বছরেই করতে পারেনি ফান্ডগুলো।

আবার ১ এপ্রিল থেকে চতুর্থ প্রান্তিকে সূচক বেড়েছে ৭৫০ পয়েন্টের বেশি। ফলে সহজেই অনুমান করা যায়, এই প্রান্তিকেও ব্যাপক আয় করবে তারা। ফলে এবার ইউনিট মূল্যের তুলনায় বেশ ভালো পরিমাণে লভ্যাংশ আসতে পারে বলে আশা করা হচ্ছে।

এই খাতের সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হচ্ছে না গত ১৬ মে থেকে। বাকিগুলোর মধ্যে দুটি ছিল সবচেয়ে বেশি দাম বৃদ্ধি পাওয়া ১০টি কোম্পানির তালিকায়। আর ২০টি কোম্পানির ছয়টি ছিল এই খাতের।

সবচেয়ে বেশি বেড়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের দর। ১০ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে হয়েছে ১১ টাকা ৩০ পয়সা। এর চেয়ে বেশি দাম বাড়া সম্ভব ছিল না।

সব মিলিয়ে বড় পতনের দিন ১১টি ফান্ডের দাম বেড়েছে ৪ শতাংশ বা তার চেয়ে বেশি।

অন্য খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঝড় বেছে বিমা খাতে, এরপর ব্যাংকে। আর তৃতীয় অবস্থানে বস্ত্র খাত।

বিমা খাতের ৫০টি কোম্পানির মধ্যে দর হারিয়েছে ৪৭টি। অন্যদিকে ব্যাংক খাতের ৩১টির মধ্যে ২৪টি, বস্ত্রের ৫৮টির মধ্যে ৪১টি কোম্পানি দর হারিয়েছে।

প্রধান খাতগুলোর মধ্যে প্রকৌশল, বিদ্যুৎ, জ্বালানিও হতাশ করেছে বিনিয়োগকারীদের। আর ওষুধ ও রসায়ন খাতে ছিল মিশ্র প্রবণতা।

দিন শেষে সূচক পড়েছে ৬৯ পয়েন্ট, তবে লেনদেন আবার ছাড়িয়েছে দুই হাজার কোটি টাকা।

পতনে শীর্ষ বিমা খাত

উচ্ছাশার বিমার শেয়ারের পতন থামছেই না। পতন এতটাই বেশি ছিল যে, দিনের সর্বোচ্চ পতন হওয়া দশটির মধ্যে সাতটি ছিল বিমার।

সবচেয়ে বেশি দর পতন হয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের। ৯.৮২ শতাংশ দর হারিয়েছে কোম্পানিটি। আট কর্মদিবসে দাম ২১৫ টাকা থেকে নেমে এসেছে ১৬৪ টাকা ৪০ পয়সায়।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার প্রতি দর কমেছে ৯.০৯ শতাংশ।

প্রগতি ইন্স্যরেন্সের ৮.৮৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৮.৭৫ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮.৫৫ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৮.২০ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের দর কমেছে ৭.৯৩ শতাংশ।

বিমা খাতের লেনদেন হয়েছে ২১০ কোটি টাকা, যা আগের দিনে ছিল ৩৬৪ কোটি ৬৭ লাখ টাকা।

ব্যাংকে আগ্রহে আরও ভাটা

আল আরাফাহ ইসলামী ব্যাংকের ১০ পয়সা দাম বৃদ্ধি ছাড়া আর স্বস্তি কেবল এবি ব্যাংক, ব্যাংক এশিয়া, আইসিবি ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংকের দর ধরে রাখা।

কমেছে বাকি সব কটির দর। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে লভ্যাংশের আগে উড়তে থাকা রূপালী ব্যাংক। পর পর দুই দিন দর হারিয়ে বিনিয়োগকারীদের পকেট ফাঁকা করেছে কোম্পানিটি।

গত বছর লভ্যাংশ দিতে না পারা ব্যাংকটি এবার লভ্যাংশ দেবে গুজবে শেয়ার পর ৪০ টাকা ছাড়িয়ে যায় গত সপ্তাহে। তবে এখন কমতে কমতে ৩৩ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।

এ ছাড়া ডাচবাংলা ব্যাংক ১ টাকা ৭০ পয়সা, এনআরবিসি ১ টাকা ৬০ পয়সা, ইবিএল ১ টাকা ১০ পয়সা, মার্কেন্টাইল ব্যাংক ৫০ পয়সা, ব্র্যাক ব্যাংক ৪০ পয়সা দর জারিয়েছে।

ব্যাংক খাতের মোট লেনদেন হয়েছে ১১৭ কোটি টাকা। আগের দিন যা ছিল ১৫৩ কোটি টাকার বেশি।

সকালে ঊর্ধ্বমুখী লাফ, বিকেলে পতন বস্ত্র খাতে

গত কয়েকদিনের ধারাবাহিকতায় বস্ত্র খাতের শেয়ার দরও সকালে অনেক বেড়ে যায়। ১০ শতাংশ বা আশেপাশে দাম বেড়ে যায় অনেকগুলো কোম্পানির। তবে দুপুরের পর থেকেই দেখা যায় উল্টো চিত্র।

দিন শেষে এই খাতও হতাশ করেছে বিনিয়োগকারীদের। বরং সকালে উচ্চমূল্যে কিনে বিকেলেই আবার বড় লোকসানে পড়েছেন বিনিয়োগকারীরা।

পতনের দিনও ‍তিনটি কোম্পানির শেয়ার দর বেড়েছে এক দিনে যত বাড়া সম্ভব ততই। সবচেয়ে বেশি দর বাড়া ১০টি কোম্পানির তিনটি ছিল মালেক স্পিনিং, মুন্নু ফেব্রিক্স ও তমিজউদ্দিন টেক্সটাইল।

এর মধ্যে মুন্নু ও তমিজউদ্দিন ১২ বছর পর ওটিসি মার্কেট থেকে ফিরে আসার পর প্রতিদিন প্রায় ১০ শতাংশ বাড়তে বাড়তে দ্বিগুণ বা তার চেয়ে বেশি দাম হয়ে গেছে। আর মালেক স্পিনিং তার উৎপাদন ক্ষমতা বাড়ানো ও তিন প্রান্তিকে ব্যাপক মুনাফা করার তথ্য জানানোর পর থেকে উল্লম্ফনে আছে।

আগের দুই দিনের মতো এদিনও সবচেয়ে বেশি লেনদেন লেনদেন হয়েছে বস্ত্র খাতে। এদিন মোট ৩৮৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিন ছিল ৪৭৩ কোটি ৩৩ লাখ টাকা।

আগ্রহের নতুন মাত্র মিউচ্যুয়াল ফান্ডে

বুধবার এক প্রকার চমক দিয়ে দর বৃদ্ধির তালিকায় ওঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ডগুলো।

আইসিবি সেকেন্ড এনআরবির পরে সবচেয়ে বেশি বেড়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.১২ শতাংশ। ৭ টাকা ৩০ পয়সা দরের এই ফান্ডটি বুধবার লেনদেন শেষে হয়েছে ৭ টাকা ৯০ পয়সা।

আইসিবি এ্যাম্পোয়ার প্রভিডেন্ট ফান্ড ওয়ান, স্কিম ওয়ান এর দর বেড়েছে ৬.৭৫ শতাংশ। ইউনিটি প্রতি দর ৭ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৭ টাকা ৯০ পয়সা।

এসইএমএল লেকটার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের দর বেড়েছে ৬.৪২ শতাংশ। ইউনিটি প্রতি দর ১১ টাকা ১০ পয়সা থেকে বেড়ে হয়েছে ১১ টাকা ৬০ পয়সা।

বুধবার ঢাকা স্টকএক্সচেঞ্জে লেনদেনের চিত্র

এমবিএল ফাস্র্ট মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৬.২৫ শতাংশ। ইউনিট প্রতি দর ৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৮ টাকা ৫০ পয়সা। ফিনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ৫.৬১ শতাংশ। এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ৫.০৫ শতাংশ। এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এর দর বেড়েছে ৫ শতাংশ।

বুধবার মিউচ্যুয়াল ফান্ড খাতে মোট লেনদেন হয়েছে ৯০ কোটি টাকা।

অন্যান্য প্রধান খাতগুলোর মধ্যে ২১২ কোটি টাকা লেনদেন হয়েছে প্রকৌশল খাতে, ২০৬ কোটি ৪২ টাকা হাতবদল হয়েছে ওষুধ ও রসায়ন খাতে ২০৬ কোটি টাকা হাতবদল হয়েছে।

সূচক ও লেনদেন

বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৯ দশমকি ৮৯ পয়ন্টে কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫ পয়েন্টে।

শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস ৬ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৭ পয়েন্টে।

বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ১৬ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ পয়েন্টে।

মোট লেনদেন হয়েছে ২ হাজার ৩০ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১৭ কোটি টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের তুলনায় ১৯৪ দশমিক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৭০ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ১৩৬ কোটি টাকা।

এ বিভাগের আরো খবর