বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আর্থিক প্রতিষ্ঠানও খোলা সাড়ে তিনটা পর্যন্ত

  •    
  • ১৬ জুন, ২০২১ ২১:০৮

গ্রাহকদের হিসাবে মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমাদান ইত্যাদি জরুরি আর্থিক সেবা দেয়ার লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ দুটি শাখা  খোলা থাকবে। এর মধ্যে  ঢাকায় একটি শাখা  ও অপরটি ঢাকার বাইরে প্রতি জেলায় সর্বোচ্চ একটি ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সকাল ১০টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত খোলা রাখা যাবে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ চলমান বিধিনিষেধ আরও এক দফা বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করার দিন ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান খোলার সময় আরও আধা ঘণ্টা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

১৭ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত খোলা থাকবে। এতদিন বিধিনিষেধে খোলা ছিল বেলা ৩টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ বুধবার এ-সংক্রান্ত সার্কুলার জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, গ্রাহকদের জরুরি আর্থিক সেবা দেয়ার লক্ষ্যে স্বাস্থ্যবিধি পরিপালন করে সীমিত আকারে আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম চালু থাকবে।

গ্রাহকদের হিসাবে মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমাদান ইত্যাদি জরুরি আর্থিক সেবা দেয়ার লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ দুটি শাখা খোলা থাকবে। এর মধ্যে ঢাকায় একটি শাখা ও অপরটি ঢাকার বাইরে প্রতি জেলায় সর্বোচ্চ একটি ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সকাল ১০টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত খোলা রাখা যাবে।

জরুরি গ্রাহক সেবা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় জনবলের বিন্যাস ও উপস্থিতির বিষয়টি প্রতিষ্ঠানগুলো স্বীয় বিবেচনায় সম্পন্ন করবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে বলা রয়েছে।

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে লকডাউন শুরু হওয়ার পর ধাপে ধাপে মেয়াদ বাড়ানো হয়। তবে সরকার বিধিনিষেধ দিলেও এখন কার্যত কিছুই মানছে না মানুষ। আর ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস পুরোদমেই চলছে। কেবল শিক্ষা প্রতিষ্ঠান আর আদালতেই বিধিনিষেধ দেখা যায়।

এ বিভাগের আরো খবর