সুপার সপ ‘স্বপ্ন’ তাদের ১০টি আউটলেটে আমেরিকান ১০০ পণ্য বিক্রি করবে বলে জানিয়েছে দেশটির ঢাকা দূতাবাস।
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে শুক্রবার সকালে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘আপনারা কি কখনো আমেরিকার অত্যন্ত সুস্বাদু খাদ্যপণ্যগুলো পরখ করে দেখার ইচ্ছা হয়েছে? এখন আপনি চাইলে সেটা করতে পারবেন।’
এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রদূত মিলার বাংলাদেশে স্বপ্নর ১০টি বিক্রয়কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ১০০টিরও বেশি উচ্চ গুণগত মানসম্পন্ন খাদ্য ও পানীয়সহ শুকনো ফলমূল, গাছের বাদাম, শস্য থেকে তৈরি খাবার সিরিয়েল, চকলেট ও আরও অনেক পণ্য নিয়ে সজ্জিত ‘আমেরিকান শেলফ’ এর উদ্বোধন করেন।
মিলার বলেন, ‘বাংলাদেশে দিনে দিনে আমেরিকার পণ্য বেশি করে পাওয়া যাচ্ছে দেখে আমি খুবই আনন্দিত। আমি জানি, বাংলাদেশের মানুষের কাছে খাবার খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার বিশ্বাস, ভোক্তাদের কাছে যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্যগুলো খুবই সুস্বাদু ও গুণগত মানসম্পন্ন হবে।
‘আমি প্রত্যাশা করি, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৃষি বাণিজ্য আরও উৎসাহিত হবে। আমি আশা করি, শীঘ্রই আমি বাংলাদেশে বসে আমার নিজ রাজ্য মিশিগান থেকে আসা অসাধারণ পনির, আপেল, চেরি ও অন্যান্য দারুণ সব খাদ্যপণ্য উপভোগ করতে পারব। আমি আরও আশা করি, যুক্তরাষ্ট্রের ভোক্তারাও একদিন যুক্তরাষ্ট্রে বসে বাংলাদেশের আম ও লিচুর মত অসাধারণ ফল ও অন্যান্য খাবার উপভোগ করতে পারবে।’