রাজস্ব আদায়ে সরকারকে সহযোগিতা করতে সমাজের সবার প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নব নির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিন।
বুধবার এফবিসিসিআই কার্যালয়ে এসে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশন নেতাদের শুভেচ্ছা গ্রহণের সময় তিনি এ আহ্বান জানান।
জসিম উদ্দিন বলেন, ‘দেশকে আরও এগিয়ে নিতে উদ্যোক্তা-ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সবাইকে অধিক রাজস্ব আদায়ে সরকারকে সহযোগিতা করতে হবে।’
বিভিন্ন চেম্বার ও অ্যসোসিয়েশনের নেতা ও সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশে বেসরকারি খাত প্রসারের একটি সুষ্ঠু ও টেকসই নীতিমালা তৈরি করতে হবে। এর জন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।
‘আবার শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অর্জনের জন্য উদ্যোক্তা-ব্যবসায়ীদের সুরক্ষা দেয়ার দায়িত্ব এফবিসিসিআইয়ের। আমি আশ্বস্ত করছি, এফবিসিসিআই সব স্টেকহোল্ডারদের সাথে নিয়েই দেশকে এগিয়ে নেয়ার কাজ করবে।’
এদিন এফবিসিসিআইয়ের নব নির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানায়, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ রি-রোলিং মিলস্ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইলেকট্রনিক্স ট্রেডার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইমিটেশন জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স, এক্সপোর্টার্স অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা), বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বেশ কিছু সামাজিক সংগঠন।
এ সময় এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. আমিন হেলালী, মো. হাবিব উল্লাহ ডনসহ পর্ষদ পরিচালকরা উপস্থিত ছিলেন।