বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশিদের হজযাত্রা অনিশ্চিত

  •    
  • ৭ জুন, ২০২১ ২০:২৮

সম্প্রতি সৌদি সরকার জানিয়েছে, এ বছর সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ৬০ হাজার জনকে হজ পালনের সুযোগ দেবে সৌদি আরব। এর মধ্যে ১৫ হাজারই থাকবে সৌদি আরব থেকে। আর বাইরে থেকে সুযোগ পাবেন ৪৫ হাজার মুসলমান। এ ঘোষণার পর হিস্যা অনুযায়ী বাংলাদেশ থেকে কিছু মানুষের হজে অংশ নেয়ার সম্ভাবনা তৈরি হলেও অনিশ্চয়তা কাটছে না। ধর্ম বিষয়ক সচিব বললেন, ‘এ বিষয়ে কোনো আপডেট নেই।’

করোনা মহামারির কারণে সৌদি আরবের বাইরে সারা বিশ্ব থেকে এবার হজ পালনের সুযোগ পাবেন ৪৫ হাজার মুসলিম। সেখান থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলেও সৌদি আরব থেকে এখনও কিছু জানানো হয়নি। ফলে এবারও হজ নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

বিষয়টি নিয়ে কোনো প্রকার অগ্রগতি আছে কি না, জানতে চাইলে ধর্মবিষয়ক সচিব নূরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘আমাদের কাছে এখনও কোনো আপডেট নেই। আগের মতোই।’

সৌদি আরব থেকে কিছু জানিয়েছে কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘না, কিছু জানায়নি।’

নূরুল ইসলাম বলেন, ‘তাদের ঘোষণা না এলে আমাদের করণীয় বা প্রস্তুতি নেয়ার কোনো কিছু আমরা দেখি না। কেননা, গতবারও হজ হয়নি। এবারও ক্রিটিক্যাল সময় চলে আসছে। কিছুক্ষণ আগেও আমি সৌদি আরবের সঙ্গে কথা বলেছি। তারা এখনও আগের মতোই।’

হজ নিয়ে সৌদি আরবের অফিশিয়াল চিঠি বা বক্তব্যের জন্য বাংলাদেশ এখনও অপেক্ষায় আছে বলে জানান ধর্মসচিব।

সম্প্রতি সৌদি সরকার জানিয়েছে, এ বছর সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ৬০ হাজার জনকে হজ পালনের সুযোগ দেবে সৌদি আরব। এর মধ্যে ১৫ হাজারই থাকবে সৌদি আরব থেকে। আর বাইরে থেকে সুযোগ পাবেন ৪৫ হাজার মুসলমান।

এ ঘোষণার পর হিস্যা অনুযায়ী বাংলাদেশ থেকে কিছু মানুষের হজে অংশ নেয়ার সম্ভাবনা তৈরি হলেও অনিশ্চয়তা কাটছে না।

গত বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে গত বছরের মতো এবারও বাংলাদেশের হজযাত্রীরা হজে যেতে পারবেন না।

মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী করোনা মহামারির প্রকোপ চলমান থাকায় সৌদি আরবে পবিত্র হজব্রত পালনের অনুমতি না পাওয়ায় গত বছর হজযাত্রী পাঠানো বন্ধ ছিল এবং এ বছরও তা বন্ধ থাকবে।’

তবে সরকার সৌদি আরবের বাইরের ৪৫ হাজার হজযাত্রীর মধ্য থেকে ন্যায্য হিস্যাটা বুঝে নিতে চায়। এর ওপরই নির্ভর করছে হজ নিয়ে বাংলাদেশের পরবর্তী সিদ্ধান্ত। কিন্তু সৌদি আরব তেমন কিছুই জানাচ্ছে না।

২৫ মে নিউজবাংলাকে ধর্ম সচিব নূরুল ইসলাম বলেছিলেন, ‘আমরাও চাই যেন ন্যায্য হিস্যা অনুযায়ী বাংলাদেশ থেকে হজযাত্রীরা হজ করতে যেতে পারেন। আশাও দেখা দিয়েছে। আশা করি, বাংলাদেশ থেকে হজযাত্রীরা যেতে পারবেন। কয়েকদিন পর তারা যখনই এ বিষয়ে ডিটেইল জানাবে, তখন আমরা ব্যবস্থা নেব।’

সৌদি সরকার জানিয়েছে, ষাটোর্ধ্ব কাউকে তারা হজ পালনের সুযোগ দেবে না। যাদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে তারাই হজ করতে পারবেন।

গত বছর হজের জন্য নিবন্ধন করেছিলেন প্রায় ৬৫ হাজার বাংলাদেশি। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তাদের মধ্যে অনেকে নিবন্ধনের অর্থ তুলে নেয়ায় এই মুহূর্তে নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৬১ হাজার ২৩১ জন।

এদের মধ্যে ষাটোর্ধ্ব হজ গমনেচ্ছুর সংখ্যা ২১ হাজার। আর ১৮ থেকে ৬০ বছর বয়সীদের সংখ্যা ৪০ হাজার।

সৌদি সরকার জানিয়েছে, হজ পালনে তাদের দেশে প্রবেশের ন্যূনতম ১৪ দিন আগে করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজটি সম্পন্ন করতে হবে।

গত ১৮ মার্চ সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধিত হজযাত্রীদের মে মাসের মধ্যে করোনাভাইরাসের টিকার দুটি ডোজ নেয়ার অনুরোধ জানায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘একমাত্র নিবন্ধিত হজ গমনেচ্ছুদের মার্চ, ২০২১-এর মধ্যে প্রথম ডোজ এবং মে, ২০২১-এর মধ্যে দ্বিতীয় ডোজ কোভিড-১৯ টিকা গ্রহণের অনুরোধ করা হলো।’

হজে গমনেচ্ছুদের টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, ঠিকানা ও অন্যান্য তথ্যের সঙ্গে হজ লাইসেন্স নম্বর, এজেন্সির নাম উল্লেখ থাকবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এ বিভাগের আরো খবর