বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লকডাউনে ব্যাংক চলবে আগের মতোই

  •    
  • ৬ জুন, ২০২১ ১৯:২৪

প্রজ্ঞাপন অনুযায়ী, ৭ থেকে ১৬ জুন পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩ পর্যন্ত। আর আনুষঙ্গিক কাজ শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে সাড়ে ৪টা পর্যন্ত।

করোনাভাইরাস পরিস্থিতির বিশেষ উন্নতি না হওয়ায় চলমান বিধিনিষেধ আরও এক দফা বাড়িয়ে ১৬ জুন পর্যন্ত করেছে সরকার। লকডাউনে ব্যাংকগুলো আগের নির্দেশনা মতোই চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৭ থেকে ১৬ জুন পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩ পর্যন্ত। আর আনুষঙ্গিক কাজ শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে সাড়ে ৪টা পর্যন্ত।

এর পাশাপাশি ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের স্বাস্থ্যবিধি মানাসহ অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ৫ এপ্রিল এক সপ্তাহের জন্য প্রথম লকডাউন দেয়া হয়। সে সময় ব্যাংকে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহ কঠোর লকডাউনের ঘোষণা আসার পর প্রথমে জানানো হয়, ব্যাংক বন্ধ থাকবে। কিন্তু উল্টো পরে সময় বাড়িয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলে।

লকডাউন চতুর্থ দফা বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করার প্রজ্ঞাপন আসার পর ৫ মে বাংলাদেশ ব্যাংক জানায়, লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। এরপর বিধিনিষেধ আবার বাড়লেও ১৭ থেকে ২৩ মে পর্যন্ত ব্যাংক চলে এই নিয়মেই।

২৪ থেকে ৩০ মে পর্যন্ত আরেক দফা লকডাউনে ব্যাংকে লেনদেন আধাঘণ্টা বাড়িয়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত করা হয়।

এরপর আরও এক দফা লকডাউন বাড়ানো হলে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত ব্যাংকে লেনদেন আরও আধা ঘণ্টা বাড়ানো হয়। চলছে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

এ বিভাগের আরো খবর