বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যেখানে সেখানে শিল্প করলে গ্যাস বিদ্যুৎ নয়: জ্বালানি প্রতিমন্ত্রী

  •    
  • ৪ জুন, ২০২১ ১৬:৪০

‘আমাদের কথা হলো, সরকারের অনুমোদিত পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া কোথাও গ্যাস ও বিদ্যুতের সংযোগ দেয়া যাবে না। কেউ যদি অনুমোদন ছাড়াই যত্রতত্র শিল্পকারখানা তৈরি করেন, তবে গ্যাস ও বিদ্যুতের লাইন কেটে দেয়া হবে।’

পরিকল্পিত শিল্প এলাকার বাইরে কেউ কারখানা গড়ে তুললে তাতে বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এনায়েত নগরে শুক্রবার সকালে এক পথসভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘যারা অপরিকল্পিতভাবে শিল্পাঞ্চলের বাইরে কারখানা স্থাপন করেছেন, সেগুলো পরিকল্পিত শিল্পাঞ্চলে স্থানান্তর করতে পারেন।

‘যারা শিল্পকারখানা গড়ে তুলতে চাচ্ছেন, তাদের পরিকল্পনামাফিক কাজ করার অনুরোধ জানাই। অপরিকল্পিতভাবে শিল্পকারখানা গড়ে তুললে তাতে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ পাবেন না।’

পরিকল্পিত শিল্পাঞ্চল বলতে অর্থনৈতিক অঞ্চল ও বিসিক শিল্পনগরীকে বোঝানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কথা হলো, সরকারের অনুমোদিত পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া কোথাও গ্যাস ও বিদ্যুতের সংযোগ দেয়া যাবে না। কেউ যদি অনুমোদন ছাড়াই যত্রতত্র শিল্পকারখানা তৈরি করেন, তবে গ্যাস ও বিদ্যুতের লাইন কেটে দেয়া হবে।’

চাঁদপুরে নতুন করে বাসাবাড়িতে গ্যাস-সংযোগ দেয়া না হলেও পরিকল্পিত শিল্প এলাকায় গ্যাস দেয়া হবে জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘মতলবে একটি পরিকল্পিত শিল্পাঞ্চল গড়ে তুলুন। আমি কথা দিচ্ছি, আপনাদের গ্যাসের ব্যবস্থা করে দেব।’

পথসভায় আরও বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নূরুল আলম রুহুল। উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ বিভাগের আরো খবর