করোনাভাইরাস পরিস্থিতিতে কৃষির উৎপাদন অব্যাহত রাখতে ডাউন পেমেন্ট ছাড়াই কৃষিঋণ পুনঃতফসিলের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে ঋণ পুনঃতফসিল করে নতুন করেও ঋণ নিতে পারবেন কৃষকেরা।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়, ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ডাউন পেমেন্ট গ্রহণের শর্ত শিথিল করে স্বল্পমেয়াদি কৃষিঋণ পুনঃতফসিলের তারিখ থেকে সর্বোচ্চ দুই বছর মেয়াদে পুনঃতফসিল করা যাবে। ক্ষেত্রবিশেষে বিনা ডাউন পেমেন্টেও এ ধরনের ঋণ পুনঃতফসিল করা যাবে।
ঋণ পুনঃতফসিলের পর কৃষকদের পুনরায় নতুন করে স্বল্পমেয়াদি কৃষিঋণ প্রদান করা যাবে। নতুন জমা ব্যতিরেকেই নতুন ঋণসুবিধা প্রদান করা যাবে।
সার্টিফিকেট মামলা চলাকালীন গ্রাহকের সঙ্গে সমঝোতার (সোলেনামা) মাধ্যমে সার্টিফিকেট মামলা উত্তোলন/নিষ্পত্তিপূর্বক ঋণ পুনঃতফসিল করা যাবে। ইতিপূর্বে পুনঃতফসিলকৃত স্বল্পমেয়াদি কৃষিঋণের ক্ষেত্রেও উল্লিখিত সুবিধাদি প্রযোজ্য হবে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, ২০২০ সাল থেকে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কোভিড-১৯-এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যার কারণে দেশের অন্যান্য খাতের মতো কৃষি খাতের উৎপাদন ও বিপণন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এর ফলে কৃষকদের পক্ষে তাদের ব্যাংকঋণ নিয়মিতভাবে পরিশোধ করা সম্ভব হচ্ছে না। কৃষিঋণ খেলাপি ঋণে পরিণত হলে কৃষি খাতে নতুন অর্থায়ন বিঘ্নিত হয়ে কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে।
এতে করে জিডিপি প্রবৃদ্ধিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ জন্য করোনার মধ্যেও কৃষির উৎপাদন অব্যাহত রাখতে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।