বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কলার কেজি ৪৫ টাকা

  •    
  • ২৮ মে, ২০২১ ০০:৫৮

দ্য বাস্কেট বলছে, ৫৮ টাকা কেজি দরে তারা কলা বিক্রি করত। অফারের আওতায় ১৩ টাকা ছাড় দেয়া হয়েছে। তবে লটে কলা কিনে কেজিতে বিক্রি নিয়ে চলছে সমালোচনা। ক্যাব বলছে, এটি প্রতারণা।

হালিতে নয়, একটি সুপারশপ কলা বিক্রি করছে কেজিতে। ওজন হিসাবে ১০০০ গ্রাম কলার দাম ধরা হয়েছে ৪৫ টাকা।

অবশ্য আগে থেকেই ব্যবসা প্রতিষ্ঠানটি কেজিতে কলা বিক্রি করত। আগে সমপরিমাণ কলা হাতবদল হয়েছে ৫৮ টাকায়।

অভিনব এই অফার চলছে চট্টগ্রামের খুলশীর সুপারশপ দ্য বাস্কেটে। পিক অফ দ্য উইক শিরোনামের ক্যাম্পেইনের আওতায় বৃহস্পতিবার থেকে কেজিতে কলার দাম কমানো হয়েছে। এই দরকে ‘বেস্ট প্রাইস ইন টাউন’ বলছে প্রতিষ্ঠানটি।

দ্য বাস্কেট বলছে, ৫৮ টাকা কেজি দরে তারা কলা বিক্রি করত। অফারের আওতায় ১৩ টাকা ছাড় দেয়া হয়েছে। লোকসান কাটাতে নেয়া হয়েছে এই কৌশল।

দ্য বাস্কেটের হেড অফ অপারেশন নিজাম উদ্দিন বলেন, ‘আমরা লটে পণ্য কিনি। সেখানে কলা ছোটবড় থাকে। কিন্তু পিস হিসেবে বিক্রি করলে দেখা যায়, ছোট কলাগুলো থেকে যাচ্ছে। তখন এসব কলা বিক্রি হয় না, পচে যায়। লোকসান এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি কেজি দরে কলা বিক্রি করব। এর আওতায় আমরা অফারটি দিয়েছি।’

লটে পণ্য কিনে কেজি দরে বিক্রি ভোক্তার সঙ্গে প্রতারণা বলে জানিয়েছেন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন।

তিনি বলেন, সুপারশপ কিনছে লটে। বিক্রি করছে কেজি দরে। এটা এক ধরনের প্রতারণা। প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘দ্য বাস্কেট কেজি দরে কিনে কেজিতে বিক্রি করলে সমস্যা নেই। তবে লটে কিনে কেজিতে বিক্রি করলে প্রতারণা। আমরা এটি খতিয়ে দেখব। প্রতারণা হলে ব্যবস্থা নেব।’

এ বিভাগের আরো খবর