করোনাভাইরাস সংক্রমণ রোধে বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে লকডাউন ঘোষণা করা হচ্ছে। যেসব এলাকায় স্থানীয়ভাবে লকডাউন দেয়া হবে, সেখানে প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যাংক খোলা রাখা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে মঙ্গলবার এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, ‘কোভিড-১৯-এর বিস্তার রোধকল্পে মহানগর, জেলা প্রশাসন স্থানীয়ভাবে লকডাউন ঘোষণা করলে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যাংকিং লেনদেন কার্যক্রম পরিচালনা করা যাবে।’
এ ক্ষেত্রে শাখার কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত নির্বিঘ্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়ে রাখতে হবে বলে উল্লেখ করা হয় সার্কুলারে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সারা দেশে চলমান লকডাউনে ব্যাংকিং লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর আনুষঙ্গিক কাজ শেষ করার জন্য ব্যাংক খোলা থাকছে বিকেল ৪টা পর্যন্ত।