বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রাম বন্দরে কনটেইনারের আগুন নিয়ন্ত্রণে

  •    
  • ২২ মে, ২০২১ ১৩:১৯

আগুন নিয়ন্ত্রণে আসার পর চট্টগ্রাম বন্দর ট্রাফিক বিভাগের সদস্যরা স্লট থেকে কনটেইনারগুলো সরিয়ে নেন। আর আগুনে ক্ষতিগ্রস্ত কনটেইনারটি নিরাপদে ৪ নম্বর গেটসংলগ্ন খালি একটি ইয়ার্ডে রাখা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটসংলগ্ন ৮ নম্বর ইয়ার্ডে একটি কনটেইনারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে। এর আগে সকাল সাড়ে ৮টায় দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক বলেন, নন ডেঞ্জারাস কার্গো-ঘোষিত পণ্যবাহী কনটেইনারে অতিরিক্ত তাপের কারণে স্লটে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়।

এরপর চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে নিমতলা ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর চট্টগ্রাম বন্দর ট্রাফিক বিভাগের সদস্যরা স্লট থেকে কনটেইনারগুলো সরিয়ে নেয়। আর আগুনে ক্ষতিগ্রস্ত কনটেইনারটি নিরাপদে ৪ নম্বর গেটসংলগ্ন খালি একটি ইয়ার্ডে রাখা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, কনটেইনারটি ৯ মে চায়নার কেপ ওরিয়েন্ট জাহাজে করে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয়। এর আমদানিকারক নন-অ্যানিম্যাল হেলথ প্রোডাক্ট লিমিটেড এবং সিঅ্যান্ডএফ এজেন্ট বাদাল্যান্ড কোম্পানি।

নাম প্রকাশে অনিচ্ছুক বন্দরের ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, তারা এখনও আগুন লাগার কারণ জানতে পারেনি। তবে ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিভাগের আরো খবর