পুঁজিবাজারে ব্রোকারেজ হাউজের (অনুমোদিত শেয়ার কেনাবেচা হাউজ) ব্যবসা করার অনুমতি পেলেন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির শুভেচ্ছা দূত সাকিব আল হাসান।
বুধবার ৩০টি নতুন ব্রোকারেজ হাউজের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যেখানে সাকিবের মালিকানাধীন মোনার্ক হোল্ডিং রয়েছে।
বিষয়টি নিশ্চিত করছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম।
মোনার্ক হোল্ডিংয়ের পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। অনুমোদন পাওয়ার পর এখন রেজিস্ট্রেশন ফি ও জামানতের টাকা দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য হিসেবে পুঁজিবাজারে শেয়ার ক্রয়-বিক্রয়ের ব্রোকারেজ হাউজের ব্যবসায় সম্পৃক্ত হবেন সাকিল আল হাসান।
প্রতিষ্ঠানটিতে তিনি চেয়ারম্যান হিসেবে থাকবেন। আর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে রয়েছেন কাজী সাদিয়া হাসান।
ব্রোকারেজ হাউজ বা ট্রেক হচ্ছে যেখান থেকে বেনিফিশারি ওনার্স (বিও) হিসাব খোলাসহ বিনিয়োগকারীরা শেয়ার ক্রয়-বিক্রয় করে থাকেন।
ডিএসই ব্রোকারেজ হাউজের সদস্য হিসেবে অনুমোদন পেতে ৫৪টি আবেদনের মধ্যে ৩০টির অনুমোদন দেয়া হয়েছে। নতুন ৩০টি প্রতিষ্ঠান অনুমোদনের ফলে ডিএসইর সদস্যভুক্ত মোট ব্রোকারেজ হাউজের সংখ্যা দাঁড়াল ২৮০টি।
বিএসইসির শুভেচ্ছা দূত সাকিব
দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করছেন ক্রিকেট মাঠের এই অলরাউন্ডার।
কমিশনের ৬১২তম সভায় সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে নেয়ার সিদ্ধান্ত হয়। তখন বিএসইসির চেয়ারম্যান ছিলেন অধ্যাপক এম খায়রুল হোসেন।
২০১৭ সালের সেপ্টেম্বর থেকে কমিশনের শুভেচ্ছা দূত হিসেবে আছেন সাকিল আল হাসান।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশন (আইওএসসিও) দেশের বিখ্যাত রাজনীতিবিদ, পেশাজীবী, খেলোয়াড় বা নামিদামি ব্যক্তিকে শুভেচ্ছা দূত হিসেবে নেয়ার অনুরোধ জানিয়েছে। এরই অংশ হিসেবে সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে নেয় কমিশন।