ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নতুন সভাপতি জসিম উদ্দিন বলেছেন, বাংলাদেশের সামনে অনেকগুলো উন্নয়ন লক্ষ্যমাত্রা রয়েছে। সেসব লক্ষ্য অর্জনের মাধ্যমে উন্নত অর্থনীতি গড়ার দায়িত্ব নিতে হবে ব্যবসায়ীদেরই। তবে এর জন্য সরকারকে বাস্তবায়নযোগ্য পলিসি দিতে হবে।
সভাপতির দায়িত্ব পাওয়ার প্রথম দিন বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে সংগঠনের সব বোর্ড অফ ডিরেক্টরের পরিচিতি অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে এফবিসিসিআই সচিবালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক সংগঠনের ২০২১-২৩ মেয়াদের জন্য নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি এবং ছয় সহসভাপতিসহ বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত ৭৮ বোর্ড অফ ডিরেক্টরদের নাম, ব্যবসা ও কোন সংগঠন থেকে নির্বাচিত হয়েছেন তাদের পরিচয় করিয়ে দেন।
পরিচিতি শেষে মুখ্য আলোচকের বক্তব্যে জসিম উদ্দিন বলেন, ‘২০২৭ সালের মধ্যে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটবে বাংলাদেশের। তখন দেশকে নানা ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আবার এটাও ঠিক, তখন নতুন নতুন সুযোগও তৈরি হবে। তবে সেই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের সক্ষমতা-দক্ষতা বাড়াতে হবে।’
তিনি বলেন, ‘২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নেরও লক্ষ্য রয়েছে আমাদের। এর জন্য দরকার পরিকল্পিত বিনিয়োগ, পরিবেশবান্ধব শিল্পায়ন ও বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
‘২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। ব্যবসায়ীদেরই এসব লক্ষ্য বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে। কারণ দেশের উন্নয়ন অংশীদারত্বে ৮০ ভাগ অবদান বেসরকারি খাতের। ব্যবসায়ীদের এই সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারকে বাস্তবায়নযোগ্য পলিসি বা নীতি সহযোগিতা দিতে হবে।’
এফবিসিসিআইয়ের সদ্য নির্বাচিত এই সভাপতি আরও বলেন, ‘আগামী ২০২১-২৩ মেয়াদে আমাদের দায়িত্ব পালনকালে এফবিসিসিআইয়ের সক্ষমতা উন্নয়নের মাধ্যমে কার্যকরি সংগঠনে রূপ দেয়া হবে। যাতে করে আমরা অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সরকারের নীতিগুলোর সমন্বয় করতে পারি।’
জসিম উদ্দিন জানান, এর লক্ষ্যে আমদানি-রপ্তানি, সুদ, আয়কর, ট্যাক্স, ভ্যাট এবং ব্যবসায়ীদের সহায়তা দেয়ার সর্বোত্তম চর্চা করা হবে। আন্তর্জাতিক বাণিজ্য ও বিদেশি বিনিয়োগ সম্প্রসারণ, চতুর্থ শিল্প বিপ্লব, মুক্তবাণিজ্য, ই-ব্যবসার সঙ্গে স্থানীয় শিল্পের সম্পৃক্ততা উন্নয়ন, মেধাস্বত্ব সংরক্ষণ, ব্যবসা সহজীকরণের মাধ্যমে বাংলাদেশের অবস্থান উন্নীতকরণে কাজ করবে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত পর্ষদ।
পাশাপাশি, এ লক্ষ্যে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এফবিসিসিআইযের কার্যকরি সম্পৃক্ততা বাড়িয়ে দেশে বিনিয়োগ সহায়ক পরিবেশ আরও উন্নততর করতে কাজ করবে নবনির্বাচিত পর্ষদ।